promotional_ad

ভারতে জয়ের দেখা মিলছে না মুমিনুলদের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচটিও ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ম্যাচটিতে বিসিবি একাদশের প্রতিপক্ষ ছিল ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি।


এই ম্যাচের শুরুতে টসে জিতে ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমিকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বিসিবি একাদশ। ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পরও ৩৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে তাঁরা।


মূলত অক্ষয় সারদেশাইয়ের ১২৮ রানের ইনিংস বড় সংগ্রহের ভিত গড়ে দেয় পাটিল ক্রিকেট অ্যাকডেমিকে। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বোলিং করে একাই ৬ উইকেট তুলে নেন বিসিবি একাদশের বাঁহাতি স্পিনার তাইজুল।


বড় রানের জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার জহুরুল ইসলাম (৪৯) এবং সাদমান ইসলাম (৪৯) দারুণ সূচনা এনে দেন। তবে নুরুল হাসান সোহানের ৮৭ রান ছাড়া বাকিরা বড় ইনিংস গড়তে না পারলে বিসিবি একাদশের ইনিংস থামে ৩০৬ রানে।


২৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদের আগুন ঝরা বোলিংয়ের পরও পাটিল ক্রিকেট অ্যাকডেমি দ্বিতীয় ইনিংসে বড় রান সংগ্রহ গড়ে। নওশাদ শেখের ১০৮ এবং ইকবাল আব্দুল্লাহর ৭০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে তাঁরা।



promotional_ad

বিসিবি একাদশের পেসার তাসকিন একাই নেন পাঁচটি উইকেট। এই ম্যাচে জয়ের জন্য বিসিবি একাদশের সামনে ৩৩৭ রানের বড় লক্ষ্য দাঁড়ায়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বিসিবি একাদশ।


মাত্র ৪২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ৪৫ রানে ফিরে গেলেও ৫৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শান্ত।


তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে ২১ রান করে অপরাজিত থাকেন সাইফ হাসান। শেষ পর্যন্ত বিসিবি একাদশ ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।


সংক্ষিপ্ত স্কোরঃ


বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩০৬/১০ (৮৮ ওভার) (জহুরুল ৪৯, সাদমান ৪৯, সোহান ৮৭, শান্ত ৩৪; মুকেশ ৩/৬৫)।


ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি ১ম ইনিংসঃ  ৩৩১/১০ (১০২.৫ ওভার), (অশয় সারদেশাই ১২৮, শুভম রঞ্চনে ৫০, আমান খান ৪৩; তাইজুল ৬/১৪৪,  তাসকিন ২/৪৭)।



ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি ২য় ইনিংসঃ ৩১১/১০ (৭১.৩ ওভার), (নওশাদ শেখ ১০৮, ইকবাল আবদুল্লাহ ৭০, সরফরাজ খান ৩৬; তাসকিন ৫/৯১, নাঈম ২/৬৬)।


বিসিবি একাদশ ২য় ইনিংসঃ ১৫৬/৩ (৫২ ওভার) (মুমিনুল ৪৫, শান্ত ৫৯*, সাইফ ২১*; শুভম রজনি ১/৩৪)


ফলাফলঃ ম্যাচ ড্র



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball