ইংল্যান্ডের স্টোকস নিউজিল্যান্ডের সেরা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসকে নিউজিল্যান্ডের বর্ষসেরার জন্য মনোনয়ন দেয়া হয়েছে। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও।
প্রতি বছরই দেশটিতে নিউজিল্যান্ডার অফ দ্যা ইয়ার নামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে থাকে। যেখানে দেশের ভবিষ্যৎ এবং মঙ্গলের জন্য অবদান রাখার জন্য পুরষ্কার দেয়া হয়। স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে হওয়াতে এই তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডার অফ দ্যা ইয়ারের প্রধাণ বিরাচক ক্যামেরন বেননেট জানান, 'সে (স্টোকস) নিউজিল্যান্ডের জন্য খেলছে না কিন্তু তাঁর জন্ম ক্রাইস্টচার্চে। বর্তমানে তাঁর পরিবারও এখানে থাকে। অনেক কম কিউই আছে যারা মনে করছেন, সে মনোনায়ন পাওয়ার দাবিদার না।'
বেননেট উইলিয়ামসনের প্রসঙ্গে জানান, সে নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছে। নিউজিল্যান্ডকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে। সাহস, সত্যতা এবং মনুষ্যত্বের কারণে মনোনায়ন পাওয়াটা তাঁর প্রাপ্য।
নিউজিল্যান্ডের মোট ১৫জন নাগরিককে এই পুরষ্কারের জন্য মনোনায়ন দেয়া হয়েছে। যেখানে চিত্র নিরমাতা তাইকি ওয়াইটিটি এবং অল ব্ল্যাক ক্যাপ্স দলপতি রিচি ম্যাককাও আগে এই পুরষ্কার জিতেছেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৪৬৫ রান করে ইংলিশদের শিরোপা জয়ে বড় অবদান রাখেন স্টোকস। ফাইনালে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতাতে সাহায্য করেন এই অলরাউন্ডার।