খুলনার হয়ে খেলবেন শেন ওয়াটসন

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। বিপিএল ৭ এর জন্য এরই মধ্যে তাঁকে চুক্তিভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দলীয় সূত্র মতে সবকিছু ঠিক থাকলে পুরো টুর্নামেন্টেই খেলবেন তিনি। ওয়াটসনকে দলে ভেড়ানোর বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন টাইটান্সে ব্যবস্থাপনা পরিচালক কাজি ইনাম আহমেদ।

অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে চুক্তিভুক্ত করায় বেশ রোমাঞ্চিত ইনাম। তিনি বলেন, 'খুলনা টাইটান্স বেশ রোমাঞ্চিত শেন ওয়াটসনকে দলে ভেড়াতে পারায়। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।'
৩১৬ টি টোয়েন্টি ম্যাচে ৫ হাজার ৮৩৮ রান করা ওয়াটসনের অভিজ্ঞতা দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন ইনাম। তাঁর ভাষ্যমতে, 'নিজের দেশ এবং বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ওয়াটসন বেশ কয়েকটি শিরোপা জিতেছে।'
ইনাম আরো যোগ করেন, 'ওয়াটসনের অভিজ্ঞতা এবং জয়ের মানসিকতা দলের জন্য অনেক বড় অবদান রাখবে। আশা করি শেন আমাদের শিরোপার পথে এগিয়ে নিয়ে যাবে যার জন্য আমরা কঠোর পরিশ্রম করে আসছি অনেক দিন থেকে।'
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। এর আগের আসরে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এখন পর্যন্ত বিপিএল শিরোপা অধরা রয়ে গেছে খুলনার। এবারের আসরে সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যে আগে থেকেই তৈরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।