ভারতে জহুরুল-সাদমানের এক রানের আক্ষেপ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্চি করেসপন্ডেন্ট ||
ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বিসিবি একাদশ ভালোই একটি দিন পার করেছে। চারদিনের দ্বিতীয় ম্যাচে ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৬১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। নুরুল হাসান সোহান ৬৭ ও সাইফ হাসান ২৭ রানে অপরাজিত আছেন।
ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির প্রথম ইনিংসে করা ৩৩১ রানের জবাবে শুরুটা মন্দ ছিল না বিসিবি একাদশের। উদ্বোধনী জুটিতে ৯৩ রান যোগ করেন দুই ওপেনার জহুরুল ইসলাম অমি ও সাদমান ইসলাম। যদিও এই দুই ওপেনারই এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। দুজনই ৪৯ রান করে করেছেন।
দলীয় ৯৩ রানে ক্যাচ তুলে বিদায় নেন ৭৭ বলে ৯টি চারে ৪৯ রান করা বাঁহাতি ওপেনার সাদমান। সঙ্গীকে হারিয়ে জহুরুলও আর বেশি পথ পাড়ি দিতে পারেননি। কিছুক্ষণ পরই তাঁর স্টাম্প উপড়ে নেন পাটিল ক্রিকেট অ্যাকডেমির অফ স্পিনার নওশাদ শেখ। ফেরার আগে ১১৬ বলে ৮টি চারে ৪৯ রান করেন জহুরুল।

দারুণ শুরু পাওয়ার ব্যাপারটি কাজে লাগাতে পারেননি বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক। ১৮ রান করেই থামতে হয় তাঁকে। নাজমুল হোসেন শান্ত সাবলীল ব্যাটিং করতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৪ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর ১৪ রান করা আরিফুল হক সাজঘরে ফিরলে দিন শেষ করে আসার দায়িত্ব পড়ে সোহান ও সাইফের কাঁধে।
সেই কাজটা ভালোভাবেই করেছেন এই দুই ব্যাটসম্যান। সোহান ও সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়েই ৫ উইকেটে ২৬১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বিসিবি একাদশ। সোহান ৬৭ ও সাইফ ২৭ রানে অপরাজিত আছেন। ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির অধিনায়ক নওশাদ শেখ দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া আকিব কুরেশী, মুকেশ চৌধুরী ও ইকবাল আবদুল্লাহ একটি করে উইকেট পান।
এরআগে ব্যাটিং করা ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমিকে একাই পথ দেখিয়েছেন অশয় সারদেশাই। প্রথমদিন শেষে ১১২ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটসম্যান ১২৮ রান করে থামেন। এ ছাড়া শুভম রঞ্চনে ৫০ ও আমান খান ৪৩ রান করেন।
আগের দিনই ৪ উইকেট তুলে নেয়া বিসিবি একাদশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বুধবার সকালে প্রতিপক্ষের বাকি দুই ব্যাটসম্যানকে সাজঘর দেখিয়ে দেন। ১৪৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়া তাইজুল পরের ইনিংসেও ৬ উইকেট নিয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ২৬১/৫ (৭৩ ওভার) (জহুরুল ৪৯, সাদমান ৪৯, সোহান ৬৭*, সাইফ ২৭*; নওশাদ ২/৩০)।
ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি ১ম ইনিংসঃ ৩৩১/১০ (১০২.৫ ওভার), (অশয় সারদেশাই ১২৮, শুভম রঞ্চনে ৫০, আমান খান ৪৩; তাইজুল ৬/১৪৪, তাসকিন ২/৪৭)।