আকাশ চোপড়ার বিশ্বকাপ একাদশে সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তাঁর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা দিয়েছেন সাকিব আল হাসানকে। বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করলেও আকাশ তাঁর একাদশে চার নম্বরে রেখেছেন বাংলাদেশি এই অলরাউন্ডারকে।
৫টি সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ওপেনার হিসেবে রেখেছেন আকাশ চোপড়া। রোহিতের সঙ্গী হিসেবে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে রেখেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানকে একাদশে রাখার যুক্তি হিসেবে তিনি বলেছেন, রয়কে ছাড়া ইংল্যান্ড পুরোপুরি ভিন্ন একটি দল।
তাই রয়ের চেয়ে রান এবং সেঞ্চুরির সংখ্যায় অনেকে এগিয়ে থাকলেও একাদশে জায়গা হয়নি ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টোর। একাদশে তিন নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

অধিনায়ক হিসেবেও উইলিয়ামসনকে রেখেছেন তিনি। আকাশ তাঁর একাদশের চার নম্বরে রেখেছেন সাকিব আল হাসানকে। তাঁর মতে, এটা সাকিবেরই বিশ্বকাপ ছিল। তিনি একাদশে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
পাঁচ নম্বরে বেন স্টোকসকে রেখেছেন এই ক্রিকেট বিশ্লেষক। বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংসের সঙ্গে ধারাবাহিক পারফর্মেন্সের কারণে তাঁকে পাঁচে জায়গা দিয়েছেন আকাশ।
ভারতের সাবেক এই ক্রিকেটার মনে করেন, এই টুর্নামেন্টের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। এর ফলে তাঁকে ৬ নম্বরে রেখেছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলাটা মনে ধরেছে আকাশের।
নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে বিশ্বকাপের সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় মনে করেন আকাশ। নিউজিল্যান্ড দলের বিশ্বকাপ ফাইনালে আসার পেছনে নিশামের বড় অবদান আছে বলে মনে করেন ভারতীয় এই বিশ্লেষক।
একাদশে চারজন বিশেষজ্ঞ পেসার রেখেছেন আকাশ। জফরা আর্চার, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ আমিরকে একাদশে নিয়েছেন আকাশ চোপড়া।