promotional_ad

লঙ্কা সফরের আগে সাব্বির-রুবেলদের আফগান পরীক্ষা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপ মিশন শেষে বিশ্রামে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, রুবেল হোসেন এবং মোহাম্মদ মিঠুন। এই চার ক্রিকেটারই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে আছেন।


মূলত তাঁদের খেলার মধ্যে রাখতেই বিসিবি এই উদ্যোগ নিয়েছে। জাতীয় দলের এই চার ক্রিকেটার আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলবেন। 



promotional_ad

'এ' দলের হয়ে খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে গিয়েছেন রুবেল-সাব্বিররা। বুধবার থেকে শুরু হওয়া বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে যোগ দেন না তাঁরা। আগামী ১৯ জুলাই  প্রথম ওয়ানডেতে আফগানিস্তান 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল।


সিরিজের অবশিষ্ট চার ম্যাচে সাব্বির-রুবেলদের খেলা হচ্ছে না। কারণ আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন সাব্বিররা।


বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন রুবেল। বল হাতে নিয়েছেন একটি উইকেট। বিশ্বকাপে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির। দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৬ রান। হতাশ করেছেন মিঠুনও।



৩ ম্যাচ খেলে ৪৭ রান তুলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপে ব্যর্থ হলেও শ্রীলঙ্কা সফরে তাদের ওপর ভরসা রেখেছে বিসিবি। তাই সফর শুরুর আগে তাদের প্রস্তুতির বিষয়টা বিশেষ গুরুত্ব পাচ্ছে বিসিবির কাছে। বিসিবির বিশ্বাস শ্রীলঙ্কায় নিজেদের প্রমাণ করতে পারবেন সাব্বির-মিঠুনরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball