ঝুঁকি নিয়েই শ্রীলঙ্কা যাবেন মাশরাফি-মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি ফিট না হলেও তাদের রাখা হয়েছে স্কোয়াডে।
মঙ্গলবার স্কোয়াড ঘোষণার সময় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সুস্থ না হলেও তাঁদেরকে স্কোয়াডে নেয়া হয়েছে। নান্নুর বিশ্বাস, সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন মাশরাফি-মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, 'বিশ্বকাপের পর তো রিকোভারি করার যথেষ্ট সুযোগ পেয়েছে তারা। আর সাফল্য প্রত্যেক সিরিজেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের অধ্যায় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমরা শুরু করছি। এই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট পেশাদার এবং তারা সেভাবে চিন্তা ভাবনা করবে। আমার বিশ্বাস এই সিরিজে ইনশা আল্লাহ ভালো করবো।'
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই বিশ্বকাপে খেলেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। এ ছাড়া বেশ কিছুদিন ধরে কাঁধের চোটে ভুগে আসছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন বাংলাদেশের এই অলরাউন্ডার। ফলে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
যদিও ইনজুরি নিয়েই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিটন দাস শ্রীলঙ্কা সিরিজে না থাকায় মাহমুদউল্লাহ এবং মাশরাফি খেলানোর ঝুঁকি নিচ্ছে বিসিবি।