শঙ্কা কাটিয়ে অনুশীলনে মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। মঙ্গলবার তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে অনুশীলন করেছেন।
বিশ্বকাপে নিজেদের সর্বশেষ প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কুনুইতে চোটে পান বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ব্যাটিং অনুশীলনের সময় এই চোট পান তিনি।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেও নেটে চোট পান মুশফিক। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে তাঁর খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। যদিও ম্যাচটিতে শেষ পর্যন্ত খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে মুশফিকের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। ২৬ জুলাই লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। ৩১ জুলাই তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ হবে বাংলাদেশের। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮ ম্যাচে ৩৬৭ রান সংগ্রহ করেছেন মুশফিকুর।
ক্রিকেটের এই মহাযজ্ঞে একটি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বিশ্বকাপে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক।