promotional_ad

বিশ্বকাপ থেকে কত অর্থ পুরষ্কার পাচ্ছে বাংলাদেশ

রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্যই শেষ হয়েছে ১০ দলের অংশগ্রহণে আড়াই মাস ধরে চলা বিশ্বকাপ। টুর্নামেন্টটির দ্বাদশ আসর শেষে প্রত্যেক দলই পেয়েছে নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরষ্কার। ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্তি ২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৩১ লাখ ৬০০ টাকা। 


গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে প্রত্যেক দল। সেই হিসেবে তিনটি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ পেয়েছে ১ লাখ ২০ হাজার ডলার। আর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেখান থেকে ২০ হাজার ডলার পেয়েছে তারা। এছাড়াও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দল হিসেবে ১ লাখ ডলার করে দেয়া হয়েছে মাশরাফিদের। সবমিলিয়ে প্রাপ্তির খাতাটা খুব বেশি কম নয় বাংলাদেশের।  


এদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় সবথেকে বেশি অর্থ প্রাপ্তি হয়েছে ইংল্যান্ডের। লীগ পর্বে ৬টি জয়ে ২ লাখ ৪০ হাজার ডলার পেয়েছে ইয়ন মরগানের দল। একই সঙ্গে ট্রফি জয়ে ৪০ লাখ ডলার অর্থ পুরষ্কার পেয়েছে তারা। সবমিলিয়ে ৪২ লাখ ৪০ হাজার ডলার প্রাপ্তি ঘটেছে স্বাগতিকদের। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৫ কোটি ৮৮ লাখ ২০ হাজার ৬০০ টাকা। 


রানার্স আপ দল হিসেবে নিউজিল্যান্ডও পাচ্ছে বিপুল পরিমাণ অর্থ পুরষ্কার। টুর্নামেন্ট থেকে ২২ লাখ ২০ হাজার ডলার পেয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৫০ টাকা। লীগ পর্বে ৫টি ম্যাচে জয় পেয়েছিল কিউইরা। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তাদের। ফলে গ্রুপ পর্ব থেকে ২ লাখ ২০ হাজার ডলার পায় দলটি। আর বিশ্বকাপের রানার্স আপ হওয়ায় ২০ লাখ ডলার প্রাপ্তি হয়েছে উইলিয়ামসনদের। 


বিশ্বকাপের প্রাইজ মানির তালিকাঃ (প্রত্যেক দল) 


১। ইংল্যান্ডঃ  


লীগ স্টেজে জয়ঃ ৬টি, টাই/পরিত্যক্তঃ ০
লীগ স্টেজে প্রাইজ মানি- ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ)- ২ লাখ ৪০ হাজার ডলার
বিজয়ী দলের প্রাইজ মানি- ৪০ লাখ ডলার 
সর্বমোট- ৪২ লাখ ৪০ হাজার ডলার 


২। নিউজিল্যান্ড- 



promotional_ad

লীগ স্টেজে জয়ঃ ৫টি, টাই/পরিত্যক্তঃ একটি 
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার (টাই)= ২ লাখ ২০ হাজার ডলার 
রানার্স আপ প্রাইজ মানি- ২০ লাখ ডলার
সর্বমোট- ২২ লাখ ২০ হাজার ডলার 


৩। ভারত- 


লীগ স্টেজে জয়ঃ ৭টি, টাই/পরিত্যক্তঃ একটি 
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার (টাই)= ৩ লাখ ডলার
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজ মানিঃ ৮ লাখ ডলার 
সর্বমোটঃ ১১ লাখ ডলার 


৪। অস্ট্রেলিয়া- 


লীগ স্টেজে জয়ঃ ৭টি, টাই/পরিত্যক্তঃ ০ 
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) = ২ লাখ ৮০ হাজার ডলার 
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজ মানিঃ ৮ লাখ ডলার 
সর্বমোটঃ ১০ লাখ ৮০ হাজার 


৫। পাকিস্তান- 


লীগ স্টেজে জয়ঃ ৫টি, টাই/পরিত্যক্তঃ একটি 
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার = ২ লাখ ২০ হাজার ডলার 
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ৩ লাখ ২০ হাজার ডলার


৬। শ্রীলঙ্কা- 


লীগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ ২টি 
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৬০ হাজার ডলার 
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ২ লাখ ৬০ হাজার ডলার 



৭। দক্ষিণ আফ্রিকা- 


লীগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ একটি    
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার   
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ২ লাখ ৪০ হাজার ডলার   


৮। বাংলাদেশ- 


লীগ স্টেজে জয়ঃ ৩টি, টাই/ পরিত্যক্তঃ একটি    
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার   
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ২ লাখ ৪০ হাজার ডলার   


৯। ওয়েস্ট ইন্ডিজ- 


লীগ স্টেজে জয়ঃ ২টি, টাই/ পরিত্যক্তঃ একটি    
লীগ স্টেজে প্রাইজ মানিঃ ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ডলার   
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ২ লাখ ডলার 


১০। আফগানিস্তান- 


লীগ স্টেজে জয়ঃ ০, টাই/ পরিত্যক্তঃ ০
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজ মানিঃ ১ লাখ ডলার 
সর্বমোটঃ ১ লাখ ডলার



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball