promotional_ad

খেলোয়াড়ি জীবনের স্বপ্ন ছুঁয়েছি কোচ হিসেবেঃ কলিংউড

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের হয়ে ২০০৩, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ খেলেছিলেন পল কলিংউড। জাতীয় দলের জার্সি গায়ে তিনটি বিশ্বকাপ খেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সাবেক এই অধিনায়কের। এবারের বিশ্বকাপে কোচ হিসেবে শিরোপার স্বাদ পেয়ে বেশ উচ্ছ্বসিত কলিংউড। 


ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক কলিংউড। কোচ হয়েও এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।  বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে নেমেছিলেন কলিংউড।


promotional_ad

সে জার্সিতেই রবিবার প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। কলিংউডের মতে, ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচ কখনও দেখা কিংবা খেলা হয়নি তাঁর। ফলে বিস্ময়কর এই ম্যাচের দর্শক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।


ম্যাচ জয় শেষে টুইটারে কলিংউড লিখেছেন, 'খেলোয়াড় হিসেবে এটা (বিশ্বকাপ) হাতে পাইনি কিন্তু কোচ হিসেবে হাতে পেয়ে দারুণ আনন্দিত আমি। আমি কখনও এমন ম্যাচ দেখিনি বা খেলিনি এবং নিউজিল্যান্ড আমাদের সাধ্যের সর্বোচ্চ সীমায় নিয়ে গেছে। কখনও আপনি মনে করবেন এটাই হওয়া উচিৎ।'


ফাইনালে কিউইদের বিপক্ষে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচ শেষে দলের এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ কোচ কলিংউড। এই সাবেক তারকার প্রশংসা পেয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানও।


এই প্রসঙ্গে কলিংউড বলেন, 'অসাধারণ প্রচেষ্টায় ম্যাচ সেরা হয়েছে স্টোকস এবং গত ৪ বছর ধরেই মরগান দলটিকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছে। নরকের মতো এই জার্নির স্মৃতির জন্য ইংল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball