promotional_ad

ফাইনালের সেরাঃ বেন স্টোকস

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেক রোমাঞ্চ, নাটকীয়তার পর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। রোববার (১৪ জুলাই) ক্রিকেটের তীর্থ লর্ডসে শুধু বিশ্বকাপ ইতিহাসেরই নয় ক্রিকেট ইতিহাসেরই সেরা একটি ম্যাচের সাক্ষী হয়েছেন ভক্ত-সমর্থকরা।


ফাইনালে চোখ ধাঁধানো ইনিংস খেলে এই ঐতিহাসিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের দেয়া ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৮৬ রানে ৪ ‍উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড।


promotional_ad

সেখান থেকে ইংল্যান্ডকে শেষ বল পর্যন্ত লড়াইয়ে রেখেছেন স্টোকস। পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে গড়েন ১১০ রানের জুটি গড়েন। বাটলার ৫৯ রান করে ফিরে গেলেও শেষ বল পর্যন্ত খেলে টাই এনে দিয়েছেন স্টোকস।


শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। শেষ বলে সেই সমীকরণ দাঁড়ায় ১ বলে দুই রান। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে ২ রান নিতে গিয়ে শেষ উইকেট হিসেবে রান আউটের শিকার হন মার্ক উড।


ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। শেষ পযর্ন্ত ৯৮ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন স্টোকস। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়। সুপার ওভারেও ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন স্টোকস। 


বাটলারকে (৭) নিয়ে সুপার ওভারে স্টোকস (৮) ১৫ রান তোলেন। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ রানের। সেই রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য ২ রান নিতে নিতে গিয়ে রান আউট হন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল।


ফলে টাই হয় সুপার ওভারও। অবশেষে মূল ইনিংস ও সুপার ওভারের বাউন্ডারির হিসেবে এগিয়ে থেকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড। ম্যাচটিতে অবিশ্বাস্য ব্যাটিং করে ফাইনালের ম্যাচ সেরা হন স্টোকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball