সাকিবকে ছাড়িয়ে টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
মূল ম্যাচ ও সুপার ওভারও টাই হওয়ার পর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলো বেশি বাউন্ডারি মারায়! তবে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত অধিনায়কত্ব এবং ধারাবাহিক ভাবে ভাবে রান বন্যা বইয়ে দিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
টুর্নামেন্ট সেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা, সাকিব আল হাসান এবং মিচেল স্টার্ককে। ১০টি ম্যাচ খেলে উইলিয়ামসনের সংগ্রহ ৫৭৮ রান। দুটি সেঞ্চুরির সাথে সমানসংখ্যক হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় উইলিয়ামসনের অবস্থান ৪ নম্বরে। এই আসরে রানের সংখ্যায় কিউই দলপতির চেয়ে অনেকেই এগিয়ে আছেন তবে ধারাবাহিকতায় অনন্য ছিলেন তিনি।
বিশ্বকাপের এই আসরে ৮২.৫৭ গড়ে রান করেছেন তিনি। শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে তাঁর চেয়ে বেশি গড়ে রান করেছেন কেবল বাংলাদেশের সাকিব আল হাসান।
তাঁর ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালেও ব্যাট হেসেছে উইলিয়ামসনের। তিনি ৫৩ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন। ২৯ রানে ১ উইকেট হারানো নিউজিল্যান্ডকে মূলত পথ দেখিয়েছেন তিনিই।
দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে ৭৪ রানে জুটি গড়ে মাঝারি পুঁজির ভিত গড়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা হয়ে নিজ দল নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন উইলিয়ামসন।
'আমি নিউজিল্যান্ড দলকে ধন্যবাদ দিতে চাই, আমাদের টুর্নামেন্টে রাখার জন্য এবং এই পর্যন্ত নিয়ে আসার জন্য। ফাইনালে টাই করার জন্য। খেলোয়াড়রা এই মূহুর্তে হতাশ। অবশ্যই এটা খারাপ লাগার মতো ব্যাপার। টুর্নামেন্টে তাঁরা অসাধারণ খেলেছে।'