শিরোপা ছুঁতে ইংল্যান্ডের দরকার ২৪২

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান। কিউইদের হয়ে হেনরি নিকোলস ৫৫ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন। আর কোনো ব্যাটসম্যানই পঞ্চাশের কোটা পেরুতে পারেননি।
লর্ডসের ফাইনালের ইতিহাস মাথায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। লর্ডসে অনুষ্ঠিত আগের চার ফাইনালের তিনটিতেই জিতেছে আগে ব্যাটিং করা দল।
ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে বড় সংগ্রহ এনে দিতে পারেননি দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল-হেনরি নিকোলস। ম্যাচের তৃতীয় ওভারেই ভাঙতে পারত জুটি। ক্রিস ওকসের বল নিকোলসের পা স্পর্শ করলে জোরালো আবেদন করেন ইংল্যান্ড।
সেই আবেদনে সারা দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলস, বল গেছে স্টাম্পের বেশ ওপর দিয়ে। এরপর গাপটিল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে আউট হন ক্রিস ওকসের বলে।

দুই চার ও এক ছয়ে ১৭ বলে ১৯ রান করে আউট হন তিনি। প্রথম ১০ ওভারে গাপটিলের উইকেটটি হারিয়ে মাত্র ৩৩ রান তুলতে পারে কিউইরা। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং নিকোলস।
উইলিয়ামসন ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর নিকোলস আউট হয়েছেন ৫৫ রান করে। দারুণ খেলতে থাকা এই কিউই ওপেনারকে বোল্ড করে ফিরিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।
১৫ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানের বিদায়ে বেশ চাপে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে রস টেলরের ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছিল কিউইরা। তবে ব্যর্থ হয়েছেন তিনি।
মার্ক উডের ভেতরের দিকে রাখা বলটি ঠিকভাবে খেলতে না পারলে প্যাডে লাগে। আবেদনের সঙ্গে সঙ্গেই আঙুল তোলেন আম্পায়ার ধর্মসেনা। যদিও রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্পের বেশ উঁচুতে ছিল।
আগেই রিভিউ নষ্ট করে ফেলায় সাজঘরে ফিরে যেতে হয় টেইলরকে। ৩১ বলে ১৫ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপর জিমি নিশাম (১৯) এবং কলিন ডি গ্র্যান্ডহোম (১৬) ফিরে গেলে সংগ্রহ বড় করতে পারেনি নিউজিল্যান্ড।
শেষ দিকে দ্রুত আরও বেশ কয়েকটি উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। একপ্রান্ত আগলে রাখা টম লাথাম আউট হয়েছেন ৪৭ রান করে। ম্যাট হেনরি ফিরেছেন মাত্র ৪ রান করে। মিচেল স্যান্টনার ৫ এবং ট্রেন্ট বোল্ট শেষ পর্যন্ত ১ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২৪১/৮ (৫০ ওভার)
(নিকোলস ৫৫, লাথাম ৪৭; প্লাঙ্কেট ৩/৪২, ওকস ৩/৩৭)