ব্যর্থ টেলর, বিপদে কিউইরা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রবিবার ফাইনালে মাঠে নেমেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং ইয়ন মরগানের ইংল্যান্ড। ইতোমধ্যে ম্যাচটি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। 


টেলরের আউটে বিপদে কিউইরাঃ


নিকোলসের বিদায়ের পর উইকেটে আসেন রস টেলর। তবে তাকে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ১৫ রানে ইংলিশ পেসার মার্ক উডের বলে এলবি ডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তিনি। 


উইলিয়ামসন-নিকোলস জুটিঃ


promotional_ad

গালটিল ফিরে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়েছিলেন ওপেনার হেনরি নিকোলস। দুজন মিলে দলকে ভালোমতই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ইংলিশ বোলারদের ভালোভাবে সামাল দিয়ে ফিফটির পথে হাটছিলেন নিকোলস।


কিন্তু দলীয় ১০৩ রানের সময় বোলিংয়ে এসে এই জুটি ভাঙ্গেন লিয়াম প্লাঙ্কেট। কেন উইলিয়ামসনকে ৩০ রানে থাকা অবস্থায় উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন তিনি। 


তাঁর বিদায়ের পর নিকোলস চার নম্বরে নামা রস টেলরকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন। অবশ্য হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। লিয়াম প্লাঙ্কেটের বলে ইনসাইড এজে বোল্ড হন এই ওপেনার।  


ব্যর্থ গাপটিলঃ


পুরো আসর জুড়েই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার মার্টিন গাপটিল। তারপরও তার উপর ফাইনাল ম্যাচে আস্থা রেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু দলের আস্থার প্রতিদান দিতে পারেননি এই ওপেনার। 


এক ছক্কা এবং এক চার হাঁকালেও ১৮ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ইংলিশ বোলার ক্রিস ওকসের ভিতরে আসা বলে লেগ বিফরের ফাঁদে পড়েন গাপটিল। আরেক ওপেনার হেনরি নিকোলসের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ডঃ ১৪৭/৪ (৩৪.৪ ওভার)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball