দীর্ঘমেয়াদে কোচ হলে পরিচালকের পদ ছাড়বেন সুজন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের প্রধান কোচের পদটি খালিই রয়েছে। বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জাতীয় দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দিলে বোর্ড পরিচালকের পদ ছাড়তে রাজি আছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। একই সাথে বোর্ড পরিচালক এবং কোচ হিসেবে থাকলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। তাই সমালোচনা এড়াতে একটি দায়িত্ব ছাড়তে চান তিনি।

‘বিসিবি যদি আমাকে লম্বা সময়ের জন্য প্রধান কোচের দায়িত্ব দেয়। তবে আমি বিসিবি’র পরিচালকের পদ ছেড়ে দিতে রাজী আছি। তাতে করে একাধিত পদে থাকার স্বার্থের দ্বন্দ্ব থাকবে না।'
লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহের বিদায়ের পর ২০১৭ সালে বাংলাদেশের অস্থায়ী কোচের ভূমিকায় ছিলেন সুজন। যদিও তাঁর পদবী ছিল টেকনিক্যাল ডিরেক্টর। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এই ভূমিকায় ছিলেন তিনি। আগেরবার দুই পদে বহাল থাকায় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাই এবার পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
'গতবার যখন দায়িত্ব নেয় তখন অনেক কথা হয়েছে। কারণ আমি বোর্ডের একজন পরিচালক। তাই আমাকে কোচের দায়িত্ব দিলে সমালোচনা এড়াতে একটা দায়িত্ব ছেড়ে দেব। তবে আমি বোর্ডের একজন হয়ে চাকরি করি। বোর্ডের সিদ্ধান্ত প্রণেতা নই আমি।'
সেই সময় তাঁর দায়িত্ব খুব বেশিদিন না থাকায় এবার লম্বা সময়ের জন্য দায়িত্ব চান তিনি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই সাবেক ক্রিকেটার। এমনটা নাহলে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি।