promotional_ad

লো স্কোরিং ফাইনালের আশঙ্কায় মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। আগামীকাল (১৪ জুলাই) ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেট তীর্থ লর্ডসে। ইংল্যান্ডের এই ভেন্যুতে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি লো স্কোরিং হওয়ার আশঙ্কা করছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান।


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ লর্ডসে অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুটি ম্যাচ তিনশ ছাড়ানো হয়েছে এবং দুটি ম্যাচ হয়েছে তিনশ রানের নিচে। লর্ডসে এবারের বিশ্বকাপে গড়ে ভালো রান হলেও ফাইনাল ম্যাচটি স্বল্প রানের হবে বলে বিশ্বাস মরগানের।


এছাড়া এই বিশ্বকাপে ??িউজিল্যান্ড দ্বিতীয় দল যারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই ৩০০ পেরুনো স্কোর গড়তে পারেনি। অন্য দলটি আফগানিস্তান। যদিও কিউইরা বেশ কয়েকটি ম্যাচেই মাঝারি লক্ষ্য তাড়া করে বড় জয় পেয়েছে।


promotional_ad

সেমিফাইনালে ভারতকে ২৩৯ রানের লক্ষ্য দিয়েও ১৮ রানে জিতেছে কেন উইলিয়ামসনের দল। প্রতিপক্ষের কথা চিন্তা করে এবং লর্ডসের কথা মাথায় রেখে ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের হবে বলেও মনে করছেন ইংলিশ অধিনায়ক।


তিনি বলেন, 'এটা বড় রানের ভেন্যু নয়। তাই আমি বলবো কাল হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। আমি মনে করি কিছুটা লড়াই হবে।'


বিশ্বকাপ ফাইনালগুলোর ইতিহাস ঘাটলে দেখা যায়, অস্ট্রেলিয়া একমাত্র দল যারা ফাইনালে ৩০০ পেরুনো ইনিংস গড়তে পেরেছে। ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করে অজিরা।


চলতি বিশ্বকাপের আগে প্রায় সব ম্যাচেই রান বন্যার আশঙ্কায় ছিলেন সবাই। তবে সেই অনুপাতে রান হয়নি। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান। আফগানিস্তানের বিপক্ষে এই সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড।


গত দুই-তিন বছরের স্কোরের তুলনায় বিশ্বকাপে এবার রান কম হওয়ায় হতাশ মরগান। তিনি মনে করেন কম রান নিয়ে লড়াই করা খুব কঠিন কাজ। নিউজিল্যান্ড সেটা করে দেখিয়েছে। তাই তাদের প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ দলপতি।


'স্বাভাবিকভাবেই, গত দুই বা তিন বছরে স্কোরের তুলনায় অনেক কম হয়েছে রান। এটি সামঞ্জস্য করা কঠিন কাজ কিন্তু নিউজিল্যান্ড এটা খুব ভালোভাবে করেছে।' বলেন মরগান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball