promotional_ad

এক মাসে সব এলোমেলো হয়ে গেছেঃ খালেদ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


হাঁটুর ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। চলতি মাসেই ভারতে অপারেশন করাতে যাচ্ছেন তিনি। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে খালেদ জানিয়েছেন, তাঁর মাঠে ফিরতে আরও মাস দেড়েক সময় লাগবে।


গত মে মাসে হাঁটুর ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। এরপর এক্সরেতে দেখা যায়, তাঁর হাড় সরে গেছে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। বেশ কিছুদিন বসে থেকে বিরক্ত বাংলাদেশের এই পেসার। বল হাতে ছন্দে থাকলেও ইনজুরির কারণে সব এলোমেলো হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।


promotional_ad

ক্রিকফ্রেঞ্জিকে খালেদ বলেন, 'বসেছিলাম, রগে টান পড়েছে। আমি ঝাঁকি দিয়ে উঠে গিয়েছিলাম। আর তাতেই ইনজুরিতে পড়ি। অপারেশন ছাড়া এটা ঠিক করা যাবে না। আমি চেয়েছিলাম যেন অপারেশন না হয়। অপারেশন ছাড়া তো ভালো হতে পারবো না। ভালো লাগছে না বসে থাকতে। এক মাসের মধ্যে সব এলোমেলো হয়ে গেছে। সুন্দর ছন্দে ছিলাম। খেলার কথা ছিল, এর মধ্যেই ইনজুরিতে পড়লাম।'


অপারেশন করাতে আগামী ২২ জুলাই ভারতে যাবেন খালেদ। এর আগে এই চিকিৎসকের কাছে চিকিৎসা করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। তাই খালেদকে বিসিবির পরামর্শ, তিনি যেন এখানেই চিকিৎসা করান।


'২২ তারিখ ভারতে যাচ্ছি অপারেশন করাতে। এর আগে মাশরাফি ভাই, অমি ভাই অপারেশন করিয়েছেন সেখানে। বিসিবি থেকে আমাকে বলা হয়েছে, সব চেয়ে ভালো চিকিৎসা করেন তিনিই। তাই এখানেই ভালো হবে। মাঠে ফিরতে এক দেড় মাস লাগবে। আমার ইনজুরিটা মেজর না। শুধু হাড় সরে গেছে। এ জন্যই রেস্টে আমি।'


বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলা খালেদের এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি। সাদা পোশাকে কোনো উইকেট না পেলেও তাঁর গতি সবাইকে মুগ্ধ করেছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball