promotional_ad

টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করা সাকিবের আশেপাশে নেই কেউই।


শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসের এক আসরে ৫০০ রান এবং ১০ উইকেট শিকার করা প্রথম ক্রিকেটারও তিনি। মাশরাফিরা সেমিফাইনালে উঠতে না পারলেও অনবদ্য পারফরম্যান্স দিয়ে ঠিকই নিজের জাত চিনিয়েছেন সাকিব। টুর্নামেন্ট সেরা হওয়ার জোরালো সম্ভাবনাও আছে তাঁর। তবে বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু হয় ১৯৯২ আসর থেকে। সেই থেকে ন্যূনতম সেমিফাইনালে খেলেছেন এমন দলের খেলোয়াড়ের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার।



promotional_ad

১৯৯২ আসরে নিউজিল্যান্ডের (সেমি) মার্টিন ক্রো (৪৫৬ রান), ১৯৯৬ আসরে চ্যাম্পিয়ন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া (২২১ রান ও সাত উইকেট), ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (সেমি) ল্যান্স ক্লুজনার (২৮১ রান ও ১৭ উইকেট), ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ ভারতের শচীন টেন্ডুলকার (৬৭৩ রান ও দুই উইকেট), ২০০৭ আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (২৬ উইকেট), ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের যুবরাজ সিং (৩৬২ রান ও ১৫ উইকেট) এবং ২০১৫ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।


এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব। তাঁর ওপরে আছেন যথাক্রমে ভারতের ওপেনার রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। রোহিত ৬৪৮ ও ওয়ার্নার ৬৪৭ রান সংগ্রহ করেছেন। ভারত এবং অস্ট্রেলিয়া এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় এই রান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দুইজনকে। 


এদিকে সাকিব, রোহিত এবং ওয়ার্নারকে টপকে রান সংগ্রাহক তালিকার শীর্ষে ওঠার সুযোগ থাকছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটের সামনে। উইলিয়ামসন ৫৪৯ এবং রুট ৫৪৮ রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। দল ফাইনালে ওঠায় দুই ব্যাটসম্যানই হতে পারেন সেরা রান সংগ্রাহক। 



টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্কও। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্টার্ক এবারের আসরেও দারুণ পারফর্ম করেছেন। সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার আগে ২৭ উইকেট শিকার করেছেন তিনি, যা এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড। তবে অলরাউন্ড পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে থাকায় সাকিবই হতে পারেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball