promotional_ad

আমার চেয়ে বেশি হতাশ কেউ নয়ঃ গাপটিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের এবারের আসরে ব্যাট হাতে ছন্দে নেই নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ৯ ম্যাচে মাত্র একটিতে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর সেটিও এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে। 


ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালেও গাপটিল ছিলেন নিস্প্রভ। মাত্র এক রান করে জাসপ্রিত বুমরাহর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ম্যাচটিতে কিউইরা ১৮ রানের জয় পেলেও ফর্মহীনতার কারণে সমালোচিত হচ্ছেন গাপটিল। 



promotional_ad

৩২ বছর বয়সী ওপেনার অবশ্য নিজেও চিন্তিত তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। নিজেকে নিয়ে হতাশ গাপটিল বলেছেন, 'গত দুই নেট অনুশীলনে আমার মনে হয়েছে আমি আমার সেরা অবস্থানে আছি। আমি অনেক সময় দিয়েছি এখানে এবং ব্যাটিংয়ে গিয়ে কিছু কাজে লাগাতে পারনিনি, এটি অনেক হতাশাজনক। মানুষ বলতেই পারে যে তারা আমাকে নিয়ে হতাশ, তবে কেউই আমার থেকে বেশি হতাশ নয়।'


এই অবস্থান থেকে বের হয়ে আসতে যে যথেষ্ট সংগ্রাম করতে হবে তাঁকে সেটাও মানছেন কিউই ওপেনার। তাঁর ভাষায়, 'এটি অনেক কঠিন ছিল। মানুষ কি লিখছে সেটি আপনি পড়তে চাইবেন না এবং মানুষ কি বলছে সেটি শুনতেও চাইবেন না। তবে এর সব কিছু থেকে বের হয়ে আসা কঠিন।' 


হতাশ হলেও নিজের ওপর আস্থা রাখছেন গাপটিল। তাঁর বিশ্বাস কঠোর পরিশ্রম করতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্বরূপে ফিরতে পারবেন তিনি। গাপটিল বলেন, 'আমি শুধু আমার খেলাটি ধরে রাখতে চাই, কঠোর পরিশ্রম করতে চাই নেটে এবং আশা করি পরবর্তী ম্যাচে একত্রে এর ফলাফল পাবো।' 



আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচটি। ফাইনালে নিজেকে প্রমাণ করার জন্য নিঃসন্দেহে মুখিয়েই থাকবেন গাপটিল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball