ধাওয়ানের কথায় বদলে গেছেন অপু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শিখর ধাওয়ানের কথায় নতুন উদ্যমে ক্যারম বোলিংয়ে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। একসময় ক্যারম বোলিং অনুশীলন বন্ধ করে দিতে চাইলেও ভারতীয় ওপেনারের কথায় তা নতুন করে শুরু করেছেন ২৭ বছর বয়সী এই স্পিনার।
এ নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে অপু বলেছেন, ‘এশিয়া কাপের পর আমাদের একটি অনুষ্ঠান ছিল। সেখানে শিখর ধাওয়ান এবং অন্যান্য খেলোয়াড়রা বলছিল যে তোমার যে বোলিং, সেটা খুবই ভালো। সে সময় লেগ স্পিনের মতো ক্যারাম বল করতাম। এটা এক সময় বন্ধ করে দিতে চেয়েছিলাম।’
‘ধাওয়ান বলছিল এটা তোমার ভালো বল। এটা নিয়মিত করো। এটা ভালো ঘোরে, পেসও ভালো আছে। এটা নিয়ে কাজ করো। আর বোলিংয়ে যে অবস্থায় আছো ভালো, আরেকটু কাজ করলে আরও ভালো হবে।’ যোগ করেন বাঁহাতি এই স্পিনার।
এশিয়া কাপ শেষ হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ক্যারম বোলিংয়ে নতুন করে মনোনিবেশ করেন অপু। আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে বোলিংয়ে আরও কিছু রসদ যোগ করতে চান তিনি।
সম্ভাবনাময় এই স্পিনার আরও বলেন, ‘ওগুলো নিয়ে বিপিএল থেকেই কাজ করছিলাম। যেভাবে খেলছিলাম হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া যাবে, কিন্তু ভালোভাবে না।
এ জন্যই চেয়েছিলাম আরেকটু ভালোভাবে যেন অনেকদিন খেলা যায় কিংবা ভবিষ্যতে দেশের ভালো কিছু করা যায়। ওটার জন্য বোলিংয়ে অতিরিক্ত কিছু কাজ করছিলাম।'
লম্বা সময়ের অনুশীলনে সুফল পেতে শুরু করেছেন অপু। সুযোগ পেলে নিজেকে প্রমাণের অপেক্ষায় বাঁহাতি এই স্পিনার।
‘ভেরিয়েশনগুলো আনতে চেয়েছি, ম্যাচে এগুলো নিয়ে কাজ করছি। খুব ভালো অবস্থায় এখন। আল্লাহ্র রহমতে যদি সুযোগ হয় তাহলে ভালো কিছু করতে পারব এখন।’ বলেছেন অপু।
