promotional_ad

১৮৯ রানে এগিয়ে মুমিনুলের বিসিবি একাদশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিসিবি একাদশের করা ৫০০ রানের জবাবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৩৫৩ রানে অলআউট হয়েছে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাঁহাতি এই স্পিনার একাই নিয়েছেন ৮ উইকেট।


দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এক উইকেটে ৪২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ। ফলে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ১৮৯ রানে এগিয়ে আছে তারা। ক্রিজে ১৫ এবং ১ রানে অপরাজিত আছেন সাইফ হাসান ও অধিনায়ক মুমিনুল হক। 


ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ১৪৭ রানে এগিয়ে থেকে খেলা শুরু করার পর ৪১ রানের মাথায় ওপেনার জহুরুল ইসলামের উইকেটটি হারায় বিসিবি একাদশ। ২৫ রান করে সৌরভ ডুবির বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। জহুরুল ফেরার পর আর উইকেট না হারিয়ে খেলা শেষ করে মুমিনুলের দল। 


এর আগে তৃতীয় দিনে ১ উইকেট হারিয়ে ১১৪ রান নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই অক্ষয় কোলহারের উইকেট হারিয়েছিল ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাকে সাজঘরে ফেরান বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদ। ৬২ রান করা অক্ষয়কে তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন। 



promotional_ad

ভিদারভার ইনিংসে ধ্বস নামা বিসিবি একাদশের স্পিনার তাইজুল। আগেরদিন ওপেনার আর সঞ্জয়কে সাজঘরে ফেরান বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৪৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে সঞ্জয়কে।


আথারর্ভা দেশ পান্ডেকে ব্যক্তিগত ৯১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন এই স্পিনার। বিসিবি একাদশের বোলারদের খেলে শুনে খেলতে থাকা ৪৫ রান করা আথার্ভা টাইডকেও ফেরান তাইজুল।


এরপর একে একে তাইজুলের শিকার হয়েছেন, গণেশ সতিশ (০), জস রাথোর (২৯), আদিত্ব সারভাতা (৪)। তাইজুলের স্পিনার সামনে দাঁড়াতে পারেননি নিচের সারির দুই ব্যাটসম্যান আদিত্ব সারভান্তে (৪) এবং সৌরভ ডুবেও (০)।


মাঝে রাজনিশ গুরবানির (৪) উইকেট নিয়েছেন পেসার আরিফুল হক। এর ফলে ভিদারভার ইনিংস গুটিয়ে যায় ৩৫৩ রানে। ১৪৭ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে বিসিবি একাদশ। ৬ ওভারে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ



বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (প্রথম ইনিংস): ৫০০/৭ (১৪৮ ওভার) (মুমিনুল ১৬৯, শান্ত ১১৮; নালকাণ্ডে ৪/৭৯, রাজনেশ ১/৬৯)


ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন (প্রথম ইনিংস): ৩৫৩/১০, (৯৪.৪ ওভার) (আথার্ভা দেশ পান্ডে ৯১, অক্ষয় কোলহার ৬২; তাইজুল ৮/৮৯, তাসকিন ১/৭৮)


বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (দ্বিতীয় ইনিংস): ৪২/১ (১৯ ওভার) (সাইফ-১৫*, মুমিনুল-১*; সৌরভ ডুবে-১/১০) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball