তৃতীয় দিনের শুরুতে তাসকিনের আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে আগে ব্যাটিং করে অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। মুমিনুল ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। শান্ত খেলেন ১১৮ রানের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে ভিদারভা।
তৃতীয় দিনের শুরুতে তাসকিনের উইকেটঃ
দ্বিতীয় দিন শেষে ভিদারভার সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ১১৪ রান। তৃতীয় দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অক্ষয় কোলহারকে সাজঘরে ফেরান বিসিবি একাদশের পেসার তাসকিন আহমেদ। ৬২ রান করা অক্ষয়কে তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেছেন।

আগেরদিন আরেক ওপেনার সঞ্জয়কে সাজঘরে ফেরান বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে সঞ্জয়কে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশঃ ৫০০/৭ (১৪৮ ওভার)
(মুমিনুল ১৬৯, শান্ত ১১৮; নালকাণ্ডে ৪/৭৯, রাজনেশ ১/৬৯)
ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনঃ ২১১/২, (৫২.২ ওভার)
(আথার্ভা দেশপাণ্ডে ৬৩*, আথার্ভা টাইড ৩৪*; তাইজুল ১/৪০, তাসকিন ১/৪৯)