সুযোগ হাতছাড়া করা যাবে নাঃ মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আগের তিনবারই হারের স্বাদ পেলেও এবার বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না ইংলিশ দলপতি ইয়ন মরগান।


সর্বশেষ ১৯৯২ সালে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে হেরে সেবার শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। ম্যাচ শেষে সেই বিশ্বকাপের স্মৃতিচারণ করেছেন মরগান।


promotional_ad

ইংলিশ দলপতি বলেছেন, ‘১৯৯২ ???ালে যখন আমরা ফাইনাল খেলেছিলাম তখন আমার বয়স ছিলো ছয়। তাই সে দিনের কথা মনে নেই। তবে সেই ফাইনালের হাইলাইটস আমি অনেকবার দেখেছি। ফের আমাদের সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে নামা ইংল্যান্ড তাদের বোলারদের দাপটে উড়ন্ত সূচনা পায়। ক্রিস ওকস ৮ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। আর ৩২ রান দিয়ে জফরা আর্চারের শিকার ২ উইকেট।


তাদের বোলিং আক্রমণের সামনে অজিরা গুটিয়ে যায় ২২৩ রানে। এই লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে জেসন রয়ের (৮৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। দলীয় প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন মরগান।


ইংলিশ দলপতির ভাষ্য, ‘ওকস ঠান্ডা মাথার বোলার। আজ দুর্দান্ত বল করেছে। ওকস ও জোফরা বোলিং দুজনই দুর্দান্ত বোলিং করেছে। আর ওপেনিংয়ে জেসন রয় ও জনি বেয়ারস্টো দারুণ ছন্দে রয়েছে। ২০১৫ সালে যে অবস্থায় দল ছিল তার চেয়ে অনেক উন্নতি করেছি আমরা। এই সাফল্য পুরো দলের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball