promotional_ad

বিশ্বসেরা উদ্বোধনী জুটি রয়-বেয়ারস্টো!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি বিশ্বকাপের শুরু থেকেই রানের মধ্যে আছেন দুই ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং জেসন রয়। পারফর্মেন্সের হিসেবে ক্রিকেট ইতিহাসের সর্বকালের ওপেনিং জুটিও বলা যেতে পারে তাদের। রয়-বেয়ারস্টো জুটিকে সর্বকালের সেরা বলা বাড়াবাড়ি মনে হলেও পরিসংখ্যান কিন্তু তাদের হয়েই কথা বলছে।


অন্তত ৩০ ইনিংসে ব্যাটিং করা উদ্বোধনী জুটির বিবেচনায় রয় এবং বেয়ারস্টো জুটির গড়ই সবচেয়ে বেশি। তাঁরা আন্তর্জাতিক ওয়ানডে ৭০ গড়ে রান করেছেন। তাদের পরেই আছেন দুই ক্যারিবীয় কিংবদন্তি গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইনিস।



promotional_ad

তাঁরা ৫২.৫৫ গড়ে উদ্বোধনী জুটিতে রান করেছেন। গত বেশ কয়েক বছরে দুর্দান্ত ব্যাটিং করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রয় এবং বেয়ারস্টো। চলতি বিশ্বকাপেও ইংল্যান্ডের ধারাবাহিক পারফর্মেন্সে বড় অবদান রেখেছেন এই দুই ব্যাটসম্যানের।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও এই দুজন ১২৪ রানের জুটি গড়েছেন। বেয়ারস্টো ব্যক্তিগত ৩৪ রানে ফেরার পর রয় আউট হয়েছেন ৮৫ রানের ইনিংস খেলে। এই দুজনের ব্যাটেই অস্ট্রেলিয়ার দেয়া ২২৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ইনিংশরা।


শুধু এই ম্যাচেই জ্বলে ওঠেননি রয়-বেয়ারস্টোরা। সর্বশেষ আট ইনিংসের মধ্যে এই দুজনে ৬টিতেই শতরানের জুটি গড়েছেন। তাদের ওপেনিং জুটিগুলো ছিল যথাক্রমে ১১৫, ১৫৯, ১, ১২, ১২৮, ১৬০, ১২৩ এবং ১২৪ রানের।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball