ফাইনালে ভারতের সমর্থন চায় নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ এপি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। সেমিফাইনালে কিউইদের বিপক্ষে ভারতের ভক্ত-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এটা নজরে পড়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের।
ভারত ছিটকে যাওয়ায় বিশ্বকাপের ফাইনালে দলটির সমর্থকদের পাশে চান কিউই অধিনায়ক। বিরাট কোহলিদের হারিয়ে তাদের সমর্থকদের রাগিয়ে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন মজার ছলে এমন উত্তর দিয়েছেন।

উইলিয়ামসন বলেছেন, ‘আমরা আশা করছি তারা বেশি রেগে যায়নি। সত্যি কথা বলতে ক্রিকেট খেলার জন্য ভারতীয়দের আবেগ অতুলনীয়। ক্রিকেট খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ভারতের। এই দেড়শো কোটি সমর্থককে এখন আমরাও নিজেদের ভাবতে পারি! আশা করছি ফাইনালে তারা আমাদের সমর্থন করবে।’
ভারতকে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলেও বিরাট কোহলির দলকে সমীহের চোখেই দেখছেন উইলিয়ামসন। তাই বাস্তবতা বুঝে ভারতীয় সমর্থকরা নিউজিল্যান্ডের পাশে থাকবেন বলেই বিশ্বাস তাঁর।
উইলিয়ামসনের ভাষ্য, ‘ভারত বিশ্বসেরা দল। ওদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। নির্দিষ্ট দিনে যে কেউই জিততে পারে। দল হিসেবে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। আশা করি তাদের সমর্থকরা পাশেই থাকবেন, বাস্তবতা বুঝবেন। সত্যি কথা বলতে ক্রিকেট মাঝে মাঝে কঠিন বাস্তবতা উপহার দেয়।’
গত বুধবার, ১০ জুলাই প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ২৩৯ রানে আটকে দিয়ে উন্মাদনায় মেতেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কিউইদের দুর্দান্ত পেস আক্রমণের সামনে ২২১ রানে অলআউট হওয়া ভারত ১৮ রানের হার মেনে নেয়।