শ্রীলঙ্কা সফরে থাকছেন না লিটন!

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে দলের সঙ্গে থাকছেন নাও থাকতে পারেন ওপেনার লিটন কুমার দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বৃহস্পতিবার (১১ জুলাই) ছুটি চেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগামী ২৮ জুলাই বিয়ের পিড়িতে বসছেন ২৪ বছর বয়সী লিটন। যে কারণে আসন্ন সিরিজে তাঁর থাকার সম্ভাবনা ক্ষীণ।

বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, ৫ আগস্ট পর্যন্ত ছুটি চেয়েছেন লিটন। যদিও এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি।
এদিকে বিশ্বকাপ শেষে এখনও দেশে ফেরেননি সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফরে থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডারও, এমনটা নিশ্চিত করেছে বিসিবির আরেকটি সূত্র।
২৭ জুলাই দেশে ফেরার পর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে রওনা করবেন সাকিব। দলের দুইজন গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই শ্রীলঙ্কায় রওনা দিতে হতে পারে বাংলাদেশকে।
এই দুইজন ক্রিকেটার না থাকলে দল বাছাইয়ে নির্বাচকদের নতুন করে ভাবতে হবে। আর তাদের নতুন এই ভাবনায় দুই নাম শোনা যাচ্ছে। স্কোয়াডে জায়গা করে নিতে পারেন নবীণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।