promotional_ad

নীরবে বিসিবি ছাড়লেন রোডস

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিচ তলার বারান্দায় ছিল সাংবাদিকদের জটলা। একটাই অপেক্ষা, কখন আসবেন বাংলাদেশের বিদায়ী কোচ স্টিভ রোডস! কালো গাড়িতে করে বিসিবিতে পা রাখার পর সাংবাদিক কিংবা পরিচিত মুখদের সঙ্গে কথা বললেন না তিনি।


সোজা উপরে উঠে গেছেন। সেখানে বিসিবির শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন ইংলিশ এই কোচ। উদ্দেশ্য, দেনা-পাওনার হিসেব চুকিয়ে নেয়া। সব শেষে এক ফাঁকে অনেক স্মৃতি বিজরিত বাংলাদেশ দলের ড্রেসিং রুমটাও ঘুরে এসেছেন তিনি। মাশরাফি বিন মুর্তজাদের সদ্য সাবেক এই গুরুর চাহনিতে বোঝা গেছে ব্রিটিশ হলেও আবেগ তাঁকে তাড়া করে।


বিসিবি ছাড়ার সময় আকাশী টি-শার্ট পরা রোডস তাঁর মুখে হাসি রাখলেও সেটার আড়ালে হয়তো লুকিয়ে ছিল বেদনার বিশাল এক নীল আকাশ। অপেক্ষারত সাংবাদিকদের সময় দেননি তিনি। কথা বলতে এগিয়ে গেলেও তাঁর সাড়া মেলেনি। একবারের জন্যও তাকিয়ে দেখেননি কারোর দিকে।



promotional_ad

সাংবাদিকদের এড়িয়ে গেলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুলে যাননি রোডস। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন কী কথা হয়েছে তাঁর সঙ্গে।


বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'রোডস বলেছেন, সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য যেহেতু কাজ করেছেন এবং সরাসরি জাতীয় দলের সাথে কাজ করেছেন, আমাদের ভালোই দেখতে চান এবং শুভকামনা তো সবসময়ই থাকবে একজন হেড কোচ হিসেবে।'


বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য রোডসের সঙ্গে 'মিচুয়্যাল সেপারেশনের' মাঝে একটু যদি-কিন্তু রেখে দিয়েছিলেন। তিনি বলেছিলেন রোডসকে বাদ দেয়া হয়নি। তাঁর সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। বিসিবি রোডসের লাস্ট কলের অপেক্ষায় আছে। সেই সিদ্ধান্ত জানাতেই শেষবারের মতো বিসিবিতে এসেছিলেন তিনি।


বিসিবি সভাপতি বলেছিলেন, 'রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না। এখন লাস্ট কল (সিদ্ধান্ত) রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে। হয়তো আজ কিংবা কালও সে তার লাস্ট কল জানিয়ে দিতে পারেন।’



বৃহস্পতিবার নিজের 'লাস্ট কল' জানিয়ে দিয়েছেন রোডস। সব সম্পর্ক ছিন্ন করে আজই দেশ ছাড়বেন এই ইংলিশ কোচ। রাতেই ইংল্যান্ডের বিমান ধরবেন ইতোমধ্যেই সাবেক হয়ে ওঠা এই ইংলিশ ম্যান। ফলে আবারও নতুন কোচ খোঁজার মিশনে নামতে হচ্ছে বিসিবিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball