ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসেই ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
আসন্ন এই সিরিজটি ২১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। সিরিজটি সামনে রেখে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দলের অধিনায়ক হিসেবে আছেন ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার জর্জ বাল্ডারসন।
এই স্কোয়াডে থাকা ১০জন ক্রিকেটার চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফর করেছেন। দলে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটানো বেন চার্লস ওর্থ। জুনিয়র টাইগারদের বিপক্ষে ৫২ গড়ে রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ জন লুইস বলেছেন, ‘নতুন বছরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছি। যেখানে আমাদের খেলোয়াড়রা বিরুদ্ধ কন্ডিশনে কঠিন পরীক্ষা দিয়েছে। তাই ঘরের মাঠে তাদের পারফর্মেন্স দেখা অনেক চমৎকার হবে।’
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ
জর্জ বাল্ডারসন, ক্যাসি আলদ্রিজ, বেন চার্লস ওর্থ, টম ক্লার্ক, জর্ডান কক্স, ব্ল্যাক কুলেন, জই এভিসন, লুইস গোল্ডওর্থী, জাক হেইনেস, জর্জ হিল, নিক কিম্বার, ডমিনিক লিচ, জ্যাক মর্লি, ড্যানিয়েল মাউসলি, হামিদুল্লাহ কাদরি ও জেমস টেইলর।
ইংল্যান্ড দলের ম্যাচ সূচিঃ
২১ জুলাইঃ ইংল্যান্ড বনাম ভারত
২২ জুলাইঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ
২৬ জুলাইঃ ইংল্যান্ড বনাম ভারত
২৮ জুলাইঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১ আগস্টঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৩ আগস্টঃ ইংল্যান্ড বনাম ভারত
৫ আগস্টঃ ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৯ আগস্টঃ ইংল্যান্ড বনাম ভারত
১১ আগস্টঃ ফাইনাল