promotional_ad

রোডসের এমন বিদায় লজ্জাজনকঃ ম্যাট ম্যাসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফলে এক বছরের মাথায় চাকরি হারাতে হয়েছে ইংলিশ এই কোচকে।


বাংলাদেশের কোচ হওয়ার আগে কাউন্টি দল ওরচেস্টারশায়ারের প্রধান কোচ হিসেবে কর্মরত ছিলেন রোডস। দলটির আরেক সাবেক কোচ ম্যাট ম্যাসন রোডসের এমন বিদায়কে লজ্জাজনক বলেছেন।



promotional_ad

তিনি মনে করেন রোডস গত ১২ মাসে বাংলাদেশকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে গেছেন। তুলনামূলক সফলতার পরও এই কোচকে এভাবে বিদায় দেয়ায় বিসিবির ওপর অসন্তুষ্ট ম্যাসন।


টুইটারে তিনি লিখেছেন, ‘গত ১২ মাসে রোডস বাংলাদেশকে নিয়ে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি এটা সত্যিই লজ্জাজনক। আমি জানি তাদেরকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে গেছে সে। তাদের ব্যর্থতা অন্যদের সাফল্য এনে দিতে পারে।’


রোডস খেলোয়াড়, কোচ এবং বোর্ডের কর্মকর্তা হিসেবে ওরচেস্টারশায়ারের সঙ্গে ছিলেন প্রায় ৩৩ বছর। গত জুনে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিয়ে ইংলিশ দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফর্মেন্সের কারণে শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে রোডসকে। যদিও বিসিবির দাবি, সমঝোতার মাধ্যমেই রোডসের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball