সৌম্যর ব্যর্থ হওয়ার কারণ জানালেন ওয়াসিম জাফর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে এসেছিলেন ভারতের ব্যাটসম্যান ওয়াসিম জাফর। আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন সৌম্য সরকারকে ব্যাটিং নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের সফল এই ব্যাটসম্যান।
বর্তমানে হাই পারফর্মেন্স ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা অভিজ্ঞ এই ক্রিকেটারের কোনো কৌশলই বিশ্বকাপে কাজে লাগাননি সৌম্য। তাই বিশ্বকাপে এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটিং দেখে হতাশ তিনি। বাংলাদেশ ওপেনার সৌম্য তাঁর পুরনো খোলসে ফিরে যাওয়ায় অবাক হয়েছেন ওয়াসিম জাফর।
বুধবার মিরপুরে তিনি বলেছেন, 'আমি তাঁর ব্যাটিং দেখেছি। আমি কিছুটা হতাশ, কারণ আমি আগে তাকে যেসব জিনিস নিয়ে বলেছিলাম তা সে অনুস্মরণ করেনি। সে তার আগের খেলায় ফিরে গেছে। আমি তাকে এভাবে দেখে কিছুটা অবাক হয়েছি, কারণ আমি এখানে আমি যেভাবে বলেছিলাম সেভাবেই খেলেছিল।'

প্রিমিয়ার লিগের গত আসরের শুরুর দিকে ব্যাট হাতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন সৌম্য। তবে ওয়াসিম জাফরের পরামর্শ কাজে লাগিয়ে এই টুর্নামেন্টের শেষের দিকে রান বন্যা বইয়ে দেন তারকা বাঁহাতি এই ব্যাটসম্যান।
রুপগঞ্জের বিপক্ষে করেন ১০৬ রান। এরপর শেখ জামালের বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন এই বাঁহাতি। ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে শেখ জামালের বোলারদের খড়-কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন সৌম্য।
দুর্দান্ত পারফর্মেন্সের পর ওয়ানডে দলে ফিরে ধারাবাহিকভাবে পারফর্মেন্স করেন সৌম্য। ফলে বিশ্বকাপে বাংলাদেশের একাদশে নিয়মিত ছিলেন তিনি। তবে ৮ ম্যাচে খেলেও কোনো অর্ধশতক তুলে নিতে পারেননি তিনি।
বিশ্বকাপে ২০.৭৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১৬৬ রান। সর্বোচ্চ সংগ্রহ মাত্র ৪২। ওয়াসিম মনে করেন সৌম্য তাঁর পুরনো খেলার ধরনে ফিরে যাওয়ার ফলে রানের মধ্যে নেই তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে দেখা হলে তাঁর এই ব্যাপারে কথা বলবেন বলেও জানিয়েছেন ওয়াসিম জাফর।
'হঠাৎ করেই সে তার পুরনো খেলায় ফিরে গেছে। তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়নি। যখন তার সঙ্গে দেখা হবে, অবশ্যই তার সঙ্গে কথা বলবো।'