ধোনির সমালোচনা প্রাপ্য নয়ঃ কপিল

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে মন্থর ব্যাটিং করে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে। বিশেষ করে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ধোনির মন্থর ব্যাটিং চোখে পড়েছে বেশি।
অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সমালোচনায় চটেছেন সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। তাঁর মতে ধোনির এতো সমালোচনা প্রাপ্য নয়। নিজের সামর্থ্য অনুযায়ী এখনও তিনি সেরাটা দিয়ে যাচ্ছেন বলে মনে করেন ভারতের এই সাবেক অলরাউন্ডার।

কপিলের মতে ভারতের সাধারণ মানুষ ক্রিকেটারদের ওপর ব???ড়তি প্রত্যাশা করে, এটাই বড় সমস্যা। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানিয়েছেন ধোনি এখনও ভারতীয় দলের পরিকল্পনার বড় অংশ।
'গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধোনি ভালো ভাবেই দলের প্রয়োজন মেটাচ্ছে। সে সাধারণ মানুষের সম্ভবত সাধারণ মানুষের প্রত্যাশা মেটাতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের হিরোদের (ক্রিকেটার) থেকে অনেক বেশি প্রত্যাশা করি। সে দলের হয়ে দারুণ পারফর্মেন্স করছে এবং দলের ভিতরের পরিকল্পনার বড় একটি অংশ।'
ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, দলের নেতা হিসেবে তিনি অনেক আক্রমণাত্মক। মাঠে তাকে ঠান্ডা রাখতে ধোনির মতো ঠান্ডা মাথার একজন প্রয়োজন বলে মনে করেন কপিল। উইকেটরক্ষক হিসেবে ধোনি এখনও অসাধারণ এটাই দৃঢ় ভাবে বিশ্বাস করেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
'কোহলি অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক, তাঁর (ধোনি) মতো একজনকে দরকার যে তাকে ঠান্ডা রাখবে। তাঁর উইকেটকিপিং অসাধারণ এবং সে ২০ অথবা ২৩ বছরের সময় যেমন ছিল তেমনটা হতে পারবে না।'