সুজনের কণ্ঠে তামিমের ব্যাটিংয়ের সাফাই

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটু ব্যাটিং করেছেন তামিম ইকবাল। প্রতি ম্যাচেই আলোচনায় ছিল তাঁর মন্থর গতির ব্যাটিং। যদিও এতে কোনও ভুল দেখছেন না জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মতে, দলের পরিকল্পনা মতোই ব্যাটিং করেছেন তামিম। পুরো আসরে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পাওয়া এই ওপেনারের পক্ষে সাফাই গেয়েছেন সুজন।
সুজন বলেন, ‘তামিমের সুনাম অনুযায়ী সে খেলতে পারেনি। তবে খারাপ করেছে সেটা বলা যাবে না। সে ভালো শুরু করেছিল। এই ব্যাপারটি কিন্তু দলের পুরো পরিকল্পনা। কে মারবে, কে ধরবে, কে দেখবে এটা ছিল পুরোটাই পরিকল্পনা। এখানে ব্যর্থ হতে পারে, সফলও হতে পারে।’
‘তামিম এ পর্যন্ত সব সময়ই সফল, তার ব্যর্থতা আসতেই পারে। যে ছেলেটাকে দায়িত্ব দিয়েছেন সে হয়তো ব্যর্থ হতে পারে। এর সবকিছুই টিম ম্যানেজমেন্টের অংশ। আমি এখানে ভুল কিছু দেখছি না। আমাদের ম্যাচ জিততে হলে পরিকল্পনা করেই এগোতে হবে।’ যোগ করেন সুজন।
বড় রান না পাওয়ায় তামিমের জন্য আফসোস করছেন দেশের ক্রিকেটের এই অভিভাবক। তামিম ব্যাটিংয়ে সুর তুলতে পারলে বাংলাদেশের ম্যাচ জেতা সহজ হতো বলে মনে করছেন তিনি।
সুজন আরও বলেন, ‘এটা সম্পূর্ণ কোচ এবং অধিনায়কের ব্যাপার। কাকে কী দায়িত্ব দেয়া হবে, কার কী দায়িত্ব থাকবে, কার কী হবে; তারা দেখবে। তামিমের মতো ব্যাটসম্যান সে আসলে অনেক বেশি দুর্ভাগ্যবান আমি মনে করি। সে ভালো পারফর্ম করতে পারেনি।
তবে তামিম পারফর্ম করলে আমাদের জন্য আরো সহজ হতো সবকিছু। আমার কথা হলো তামিম যেমন খেলে, তার কাছ থেকে আমাদের সবার যেমন আশা হয়তো তামিম সেটি করতে পারেনি। তবে তামিম যে খারাপ খেলেছে তা নয়, কিছু ম্যাচে সে পারফর্ম করেছে, শুরু করেছে খুব ভালো।'
