promotional_ad

ভেবেছিলাম তামিম তিনটি সেঞ্চুরি করবেঃ সুজন

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে তামিম ইকবালের কাছ থেকে অন্তত তিনটি সেঞ্চুরি প্রত্যাশা করেছিলেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তাঁর প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তামিম।


আসরে আট ম্যাচ খেলে তামিম পেয়েছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। ইংলিশ কন্ডিশনে রান করতে রীতিমতো ভুগেছেন 'দেশসেরা ওপেনার' তকমা পাওয়া এই ব্যাটসম্যান।  



promotional_ad

সুজন জানান, 'তামিম তার সুনাম অনুযায়ী ব্যাটিং করতে পারেনি। তামিমের যেভাবে ব্যাটিং করার কথা ছিল তা পারেনি। আমি বিশ্বকাপের আগে চিন্তা করেছিলাম বাংলাদেশের কেউ যদি সর্বোচ্চ রান করে সেটা তামিম। তামিম যে ফর্মে ছিল সে তিনটা ১০০ করবে ভেবেছিলাম। তার যে সামর্থ্য আছে।'


অবশ্য তামিমের মন্থর ইনিংসের ব্যাখাও খুঁজে পেয়েছেন সুজন। ইংলিশ কন্ডিশনে অন্যান্য দেশের ফাস্ট বোলারদের সামনে খেলা কিছুটা কঠিন বলে মনে করছেন তিনি।


'ইংলিশ কন্ডিশনে প্রথম আট-দশ ওভার কিন্তু অনেক কঠিন। ভালো ফাস্ট বোলিংয়ের বিপক্ষে এটা কঠিন। আপনি যদি প্রতিটি দলের ফাস্ট বোলিং বিভাগ দেখেন তাদের বিপক্ষে ইনিংস হয়তো বড় হয়নি। 



তামিম-সৌম্য দারুণ শুরু করেছে। ওরা ৩০-৩৫ বা ৪০ করে রান করেছে। কিন্তু বড় করতে পারেনি। সেখানে অন্য দলের প্লেয়াররা হয়তো বড় করেছে ১০০ করেছে। সেটা করলে আসলেই ভালো হতো।' মিরপুরে গণমাধ্যমে বলেছেন সুজন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball