প্রথম সেমিফাইনালে টস জিতলেন উইলিয়ামসন

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে হাই-ভোল্টেজ এই ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচে ইতোমধ্যেই টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে এবারই প্রথমবার সেমিফাইনাল খেলছেন উইলিয়ামসন।

পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে রাউন্ড রবিন পর্ব শেষ করেছে কোহলিবাহিনী। নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজয়ের মুখ দেখেছে তারা।
তাই স্বাভাবিকভাবেই ভারতকে হারাতে হলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে কিউইদের। চার নম্বর দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
পাকিস্তানের সমান ১১ পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় টিকে গেছে তারা টুর্নামেন্টে। শেষ চারে জায়গা পেতে কিছুটা কষ্ট করতে হয়েছে কিউইদের। ফলে প্রত্যাশার চাপের ক্ষেত্রে কিছুটা নির্ভার থাকতে পারছে তারা।