ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে তাদের সেরা একাদশ ঘোষণা করেছে। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপ জুড়ে তিন নম্বরে ব্যাটিং করে ব্যাট হাতে দারুণ সফল হলেও সাকিবকে তাঁরা রেখেছেন ৫ নম্বরে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তিন নম্বরে রাখা হয়েছে পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান বাবর আজমকে।
দলটির ওপেনার হিসেবে রাখা রয়েছে ভারতের ওপেনার রোহিত শর্মাকে। তাঁর সঙ্গে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে ৬৪৭ রান করেছেন রোহিত। তাঁর ব্যাটিং গড় ৯২.৪২।
ব্যাট হাতে চলতি বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছেন অজি ওপেনার ওয়ার্নারও। ৯ ম্যাচে তাঁর রান সংখ্যা ৬৩৮। ৭৯.৭৫ গড়ে রান করে তিনটি হাফ সেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মারকুটে এই অজি ব্যাটম্যান।

তিন নম্বরে বিবেচনা করা বারব আজম ৮ ম্যাচে ৬৭.৭১ গড়ে ৪৮৪ রান করেছেন। চার নম্বরে থাকা কেন উইলিয়ামসনের রান ৮ ম্যাচে ৯৬.২০ গড়ে ৪৮১। বিশ্বকাপে ২ সেঞ্চুরির সাথে ১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
উইলিয়ামসনের পরই সাকিবকে জায়গা দেয়া হয়েছে। বাংলাদেশি এই অলরাউন্ডার ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। একাদশে সাকিবকে অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয়েছে।
৬ নম্বরে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ৯ ম্যাচে তাঁর রান ৩৮১, গড় ৫৪.৪২। দলটির উইকেটরক্ষকের ভূমিকায় আছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৩২৯ রান করেছেন তিনি। উইকেটের পেছনে ১৭টি ক্যাচের সঙ্গে ২টি স্টাম্পিং রয়েছে তাঁর। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেয়া মিচেল স্টার্ক আছেন দলটির স্ট্রাইক বোলারের ভূমিকায়।
৯ ম্যাচে এই অজি পেসার ২৬ উইকেট নিয়েছেন। কিউই পেসার লকি ফার্গুসনও এই একাদশে জায়গা পেয়েছেন। ৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৭টি। দলটির তৃতীয় পেসারের ভূমিকায় আছেন ভারতের জসপ্রিত বুমরাহ।
৮ ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। একাদশের শেষ ক্রিকেটার শাহিন আফ্রিদি ৫ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং করে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি পেসার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশঃ
রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত), শাহিন আফ্রিদি (পাকিস্তান)।