বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সূচি চূড়ান্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই সফরে মোট তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুই দলের তিনটি ওয়ানডে ম্যাচই দিবারাত্রির।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৩ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই।
দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৮ জুলাই। ৩১ জুলাই তৃতীয় ওয়ানডে দিয়ে সিরিজ শেষ করবে মাশরাফি বিন মুর্তজার দল।
সিরিজ শেষে আগামী ১ আগস্ট দেশের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের আগে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের কোচ কে হবেন আগামী বোর্ড মিটিংয়ের পরই জানা যাবে বলে জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, 'আগামী ২০ বা ২১ তারিখ বোর্ডের একটা মিটিং আছে। সেখানেই সিদ্ধান্ত হবে শ্রীলঙ্কা সফরে কে কোচ হিসেবে যাবে।'