promotional_ad

পদত্যাগ করছেন না হাথুরুসিংহে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ পর্বের শেষটা ভালো ছিল না চান্দিকা হাথুরুসিংহের। পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন লঙ্কান এই কোচ। শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হয়েও প্রায় একই অভিজ্ঞতার সামনে পড়ে গেছেন তিনি।


বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফর্মেন্স তাঁকে চাপের মুখে ফেলে দিয়েছে। যে চাপে হাথুরুসিংহে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো। হাথুরুসিংহে অবশ্য ওসবে কান পাতছেন না।



promotional_ad

লঙ্কান এই কোচ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গেই থাকবেন তিনি। হাথুরুসিংহে বলেছেন, ‘আরও ১৬ মাস বাকি আছে। আশা করছি চুক্তি শেষ হওয়ার আগে পর্যন্ত থাকবো।’


বিশ্বকাপের নয় ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে খেলার সম্ভাবনাই তৈরি করতে পারেনি তারা। দলের এমন ভরাডুবির কারণে হাথুরুসিংহের ওপর নাখোশ দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। ক্রীড়ামন্ত্রীর অসন্তুষ্টিই প্রচন্ড চাপের মধ্যে ফেলে দিয়েছে লঙ্কান কোচকে।


হাথুরুসিংহে অবশ্য নিজের ওপর দায় নিচ্ছেন না। বিশ্বকাপে দলের ব্যর্থতার জন্য বাকি সব কোচিং স্টাফকে দোষারোপ করছেন তিনি। তবে বিশ্বকাপের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে বলছেন লঙ্কান এই কোচ।



‘বিশ্বকাপে ‍যা হয়েছে তার দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। আমার মনে হয় আমরা আরো ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। আমাদের চিন্তা করা দরকার, এটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। ‍আমার মনে হয় আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটাই দিয়েছি।’


হাথুরুসিংহের একক আধিপত্য বন্ধ করতে আরেকজন কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। যিনি হাথুরুসিংহের ওপরও খবরদারি করতে পারবেন। এ প্রসঙ্গে হারিন ফার্নান্দো বলেছেন, ‘যদি প্রধান কোচ পদত্যাগ না করে, আমরা তাকে জোর করতে পারি না। কিন্তু আমরা এমন কাউকে নিয়োগ দিতে পারি যিনি তার ওপরে থাকবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball