promotional_ad

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সরকারের একটি প্রতিনিধি দল সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছে। দেশটির নিরাপত্তা নিয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করে প্রতিবেদন জমা দিয়েছে বিসিবিতে।


এরপরই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সফর নিশ্চিত হলেও সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী। তবে তিনি নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।



promotional_ad

‘শ্রীলঙ্কাতে যে নিরাপত্তার বিষয়টি ছিল, ‘ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা দল গিয়েছে সেখানে এবং তারা ভেন্যু এবং টিম মুভমেন্টের যে জায়গাগুলো আছে তা পরিদর্শন করেছে। একটা অ্যাসেসম্যান্ট রিপোর্ট আমরা পেয়েছি, তারা কিছু পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছে। সেই ভিত্তিতে আমরা কাজ করছি। সূচি এবং ভেন্যু নিয়ে এখনও কাজ চলছে। সব ঠিক থাকলে এই মাসের শেষে আমরা শ্রীলঙ্কাতে সফর করবো।’


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন আসছে না।


‘ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন নেই। যেহেতু এফটিপি অনুযায়ী আমাদের তিনটি ম্যাচ ছিল, তিনটা ওয়ানডেই খেলার সম্ভাবনা রয়েছে।’ যোগ করেন বিসিবির প্রধান নির্বাহী। 



বিসিবি সূচি ঘোষণা না করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি খসড়া সূচি প্রকাশ করেছে। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৫ জুলাই।


দুই দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। আর ৩১ জুলাই তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। বিসিবির আবেদনের প্রেক্ষিতে শ্রীলঙ্কা সবগুলো ম্যাচই কলম্বোতে আয়োজন করবে বলে জানা গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball