promotional_ad

রোহিতের সামনে শচিনকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে লিটল মাস্টারের গড়া দুটি রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেই রেকর্ড দুটি ভেঙে ফেলার সুযোগ আছে ডানহাতি এই ওপেনারের। 



promotional_ad

একটি নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ডটি শচিনের দখলে। ২০০৩ বিশ্বকাপে এক সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিতে ৬৭৩ রান করেন ভারতের এই ???্যাটিং জিনিয়াস। স্বদেশির এই রেকর্ডটি ভাঙতে আর মাত্র ২৭ রান প্রয়োজন রোহিতের।


চলমান বিশ্বকাপে আট ম্যাচে ইতোমধ্যে ৯২.৪২ গড়ে ৬৪৭ রান করেছেন রোহিত। যা এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ। ফর্মের তুঙ্গে থাকা রোহিত সামনের ম্যাচে শচিনের রেকর্ড ভেঙে পেলতে পারেন, এমনটা বলাই যায়।
 
শচিনের আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ আছে রোহিতের সামনে। বিশ্বকাপে শচিনের সেঞ্চুরি সংখ্যা ছয়টি। এবারের আসরে পাঁচটি সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যানও বিশ্বকাপে ছয়টি সেঞ্চুরির মালিক। আর একটি সেঞ্চুরি করলেই শচিনকে দ্বিতীয় অবস্থানে পাঠিয়ে শীর্ষস্থান দখল করে নেবেন রোহিত।



ছয়টি সেঞ্চুরি করতে শচিন সময় নিয়েছিলেন ৪৪ ইনিংস। ৩২ বছর বয়সী রোহিত মাত্র ১৬ ইনিংসেই ছয়টি সেঞ্চুরি করেছেন। এ ছাড়া চলতি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির (চারটি) রেকর্ড ভেঙেছেন ভারতের ডানহাতি এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball