promotional_ad

মাশরাফি, ক্লান্ত প্রাণ এক

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দেড় যুগের লম্বা ক্যারিয়ারে কখনও এতোটা ক্লান্ত মনে হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। কখনও ক্রিকেট থেকে পালিয়ে বেড়াতেও চাননি তিনি। বিশ্বকাপের সেমিফাইনালকে লক্ষ্য বানিয়ে গত ১ জুলাই দলের সঙ্গে মাশরাফি উড়াল দিয়েছিলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে। দীর্ঘ দুইমাস পর দলের সবার মতো বিশ্রামের সুযোগ পেয়েছেন ওয়ানডে অধিনায়ক।


আয়ারলারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর যদিও দেশে ফিরে পরিবারের সঙ্গে কয়েকদিন থেকে গেছেন মাশরাফি। এরপর বিশ্বকাপে দলের হতশ্রী পারফর্মেন্স যেন তাঁকে ক্লান্ত করে তুলেছে। নিজে বল হাতে দলের জন্যও অবদান রাখতে পারেননি। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।


বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত পারফর্মেন্সের কারণে সমালোচনার মুখে পড়েন অভিজ্ঞ এই পেসার। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে বল হাতে এতোটা বাজে সময় আর কখনও যায়নি তাঁর। প্রতিটি ম্যাচে টেপ-ব্যান্ডেজ বেঁধে খেলতে নামা পা দুটোও যেন শেষ সময়ে এসে বিদ্রোহ করতে শুরু করেছে।



promotional_ad

এমন যুদ্ধে অনেকটাই ক্লান্ত মাশরাফি। চারদিক থেকে প্রশ্ন আসছে- 'অবসর নিচ্ছেন কবে?' এমন প্রশ্নে ভেতরে ভেতরে হয়তো আহত হচ্ছেন। তাই ক্রিকেট থেকে কিছুটা সময় দূরে থাকাই ভালো মনে করছেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফির অভিপ্রায়ই বলছিল, ঘরে ফিরলেই যেন বাঁচেন তিনি।


তাই অবসরের সিদ্ধান্তটাও ঘরে এসে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো দেশে ফিরে যাওয়া। এরপর আমি পুনরায় ভেবে দেখবো।’


পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি। তবে সবদিক বিবেচনায় শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন। সরফরাজ আহমেদের বিপক্ষে টস হারে শুরু, শেষটাও হয়েছে হারে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলোদেশ।


আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি বছর ঘরের মাঠে কোনো সিরিজ নেই বাংলাদেশের। চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ক্লান্তি কাটাতে এই সিরিজটি নাও খেলতে পারেন মাশরাফি।



রবিবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফি জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে যাবেন কিনা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তিনি।


‘এখনো ঠিক করিনি। কেবল এলাম। সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছি কি যাচ্ছি না।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball