কোচিং স্টাফদের ভাগ্য নির্ধারণ পরবর্তী বোর্ড সভায়

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচিং স্টাফদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী মাসে অনুষ্ঠেয় বোর্ড সভায়।
বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছে চলতি বিশ্বকাপেই। তাঁর সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে এই বোর্ড সভায়।

চুক্তির মেয়াদ শেষ হয়েছে সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের স্পিন বোলিং কোচ সুনীল যোশিরও। এই দুজনের ভাগ্য নির্ধারণ হতে পারে বোর্ড সভায়।
বিশ্বকাপে বাংলাদেশের এমন পারফর্মেন্সের পর দলের প্রধান কোচ স্টিভ রোডসের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। নিজামউদ্দিনের মতে সব প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী বোর্ড সভায়।
তিনি বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি যে, ভবিষ্যতে আমরা কাদের নিয়ে কাজ করবো। আমরা শুধু চাইলেই হবে না, তাদেরকে সময়মতো পাওয়ারও একটা ব্যাপার আছে, তারা এভেলেবল কিনা সেটাও দেখতে হবে। এটা নিয়ে এখনও আলাপ- আলোচনা চলছে, আগামী বোর্ড সভায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।’
‘সেই সময়ের মধ্যে আমরা জেনে যাবো যে কারা কাজ করতে পারবে এবং কাদের নিয়ে আমরা কাজ করবো। আগামী বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো বলে আশা করছি।’ যোগ করেছেন বিসিবির প্রধান নির্বাহী।