অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে চিড় ধরেছেঃ রয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানচেষ্টারে দক্ষিণ আফ্রিকার কাছে হারার কারণে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে চিড় ধরেছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।
এ কারণে ১১ জুলাই বার্মিংহামে অনুষ্ঠেয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা হলেও পিছিয়ে থাকবে অস্ট্রেলিয়া, এমনটা মনে করছেন ইংলিশ এই বিধ্বংসী ওপেনার।

'ম্যাচটিতে আমরা এগিয়ে থাকব। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তাদের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে। মানসিক এবং শারীরিকভাবে সেমিফাইনালে খেলাটা এমনিতেই কঠিন।' বলেছেন রয়।
লর্ডসে গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের মোকাবেলায় জিতেছিল অস্ট্রেলিয়াই। কিন্তু এসব নিয়ে ভাবছেন না রয়। সেমিফাইনালের আগে যতটুকু সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকতে চান ইংল্যান্ডের এই বিধ্বংসী ওপেনার।
'তারা লর্ডসে আমাদের বিপক্ষে জিতেছিল। সামনের ম্যাচে কি হবে তা কেউই জানে না। আমরা জানি বিশ্বকাপের সেমিফাইনাল সহজে আসে না।
আমরা কয়েক বছর ধরে এসব ম্যাচের প্রস্তুতি নিয়েছি। আমরা ম্যাচের আগে যতটুকু সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকতে চাই।'