শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি?

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসের ২০ তারিখে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যদিও শ্রীলঙ্কা সফরে যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনও নেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিজেদের বিশ্বকাপ মিশন শেষে রবিবার বিকেলে দেশে ফিরে মিডিয়ার সামনে মাশরাফি জানান, 'এখনও ঠিক করিনি। কেবল আসলাম। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছি কি যাচ্ছি না।'

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। বল হাতে সময় ভালো যাচ্ছে না মাশরাফির।
পুরো বিশ্বকাপে বল হাতে ম্লান ছিলেন তিনি। আসরের শুরু থেকে খেলা প্রায় প্রত্যেক ম্যাচেই শুরুর দিকে বল হাতে নিতে দেখা গিয়েছে মাশরাফিকে। তবে উইকেট নিতে পারেননি তিনি।
আসরে আট ম্যাচে মোট ৫৬ ওভার বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৬.৪৪ ইকোনমি রেটে কেবল একটি উইকেট নিতে পেরেছেন তিনি।