ভাগ্যকে সঙ্গে না পাওয়ার আক্ষেপ মাশরাফির

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত না হওয়ায় ভাগ্যকে দোষারোপ করছেন মাশরাফি বিন মুর্তজা। ভাগ্য ভালো থাকলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশি থাকত বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।
পয়েন্ট তালিকায় আট নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ অথচ বিশ্বকাপে যাওয়ার আগে ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন অধিনায়ক।

দেশে ফিরে বলেছেন, 'যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম সেই জায়গা থেকে অবশ্যই হতাশ। পুরো দলই হতাশ। কিন্তু যদি পুরো বিশ্বকাপ দেখেন কিছু জায়গায় ভাগ্য যদি আমাদের পক্ষে থাকতো আমরা সেমিফাইনালে যেতে পারতাম। কিন্তু সবমিলিয়ে খেলার ধরণ যেমন ছিল সেটা ইতিবাচক ছিল।'
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় বাংলাদেশের। সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় মাশরাফিবাহিনীকে। এছাড়া সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের মতো কেউই ধারাবাহিক ছিল না পুরো আসরে।
ভাগ্যের দোষ দিতে গিয়ে অধিনায়ক জানান, 'হয়তো ভারতের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সেমিফাইনালের সুযোগ ছিল। সাকিব এবং মুশফিক ছাড়া কেউই তেমন ধারাবাহিক ছিলেন না। ভাগ্যও আমাদের পক্ষে ছিল না। একই সাথে বৃষ্টি অনেক বড় ক্ষতি করেছে কয়েকটি ম্যাচে।
শুধু আমাদের না অনেক দলই ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেকের সুবিধা হয়েছে। এটা বলতে চাই কিছু জিনিস আমাদের পক্ষে গেলে আমাদের দল আজ অন্য জায়গায় থাকতে পারত।'