দায়ভার আমাকেই নিতে হবেঃ মাশরাফি

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে সেমিফাইনাল না খেলতে পারায় সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রবিবার বিকেলে দেশে ফিরে মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন মাশরাফি।
'প্রথমতো দলকে যখন অধিনায়ক হিসেবে সেই যায়গায় নিতে না পারব তখন আমাকে দায়ভার নিতেই হবে, আমি সেই দায়ভার নিচ্ছি।'

সেমিফাইনাল নিশ্চিত না করতে পারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করতে পারত বাংলাদেশ।
এই ব্যাপারে মাশরাফির মতামত, 'পাঁচে যাওয়ার সুযোগ ছিল এবং সেটা শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচটা ভালো করলে অবশ্যই পাঁচ নম্বরে থাকতে পারতাম। সবার আশা ছিল সেমিফাইনাল খেলব। কিন্তু শেষ চারে না খেললে বিশ্বকাপ অর্থহীন।'
এবারের বিশ্বকাপ মিশনটা ভালো যায়নি বাংলাদেশ দলের। আসরে মাত্র তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে খেলার স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরেছে টাইগাররা।
তবে দল হিসেবে পারফর্ম করতে না পারলেও এবারের আসরে বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো আসরে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি।