ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ ধাপ উন্নতি সাকিবের

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ সময় কাটিয়েছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এবার ভালো পারফর্মেন্সের পুরস্কার পেলেন।
সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩২ নম্বর অবস্থান থেকে দশ ধাপ এগিয়ে ২২ নম্বরে এসেছেন সাকিব। অপরদিকে ২০ নম্বর স্থান থেকে এক ধাপ এগিয়ে ১৯ নম্বর অবস্থানে গিয়েছেন মুশফিক।

বিশ্বকাপে আট ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরিসহ ৬০৬ রান করেছেন সাকিব। সমান ম্যাচে মুশফিক করেছেন দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিসহ ৩৬৭ রান।
এছাড়া উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদেরও। ৪৮তম অবস্থান থেকে ৪৫ নম্বরে উঠে এসেছেন রিয়াদ।
এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানও ধরে রেখেছেন ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা। চার ধাপ এগিয়ে তিন নম্বর স্থানে এসেছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম।
দুই ধাপ এগিয়ে তালিকার চতুর্থ স্থানে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিন থেকে পাঁচে নেমেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর।