মোসাদ্দেকের মিশ্র প্রতিক্রিয়া

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে কেন উইলিয়ামসনকে রানআউটের সহজ সুযোগ মিস করেছিলেন মুশফিকুর রহিম। জেতার সম্ভাবনাময় ম্যাচটি পরে হারতে হয় বাংলাদেশকে। এই ম্যাচ হারে পয়েন্ট টেবিলের অবস্থানও নড়বড়ে হয়ে হয়ে যায় টাইগারদের। যদিও এই ম্যাচে মিশ্র প্রতিক্রিয়া মোসাদ্দেক হোসেনের।
টাইগারদের এই স্পিন অলরাউন্ডার মনে করছেন, সেই ম্যাচটি জিতে গেলেও সেমিফাইনাল নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকতে পারত। শনিবার গণমাধ্যমকে মোসাদ্দেক জানান,

'আক্ষেপ তো অবশ্যই আছে। এমনও হতে পারে নিউজিল্যান্ডের সাথে জেতার পর আমরা অন্য কোনও ম্যাচ নাও জিততে পারতাম। এভাবে চিন্তা করলে হবে না যে ওইটা জিতলে আমরা সেমিফাইনাল খেলতাম।
ওই ম্যাচটা জিতলে হয়তো আরও এগিয়ে থাকতাম। কিন্তু যা হয়নি, তা হয়নি। ম্যাচটি জিতলেও বাদ হয়ে যেতে পারতাম আমরা।'
এটাই শেষ বিশ্বকাপ মাশরাফি বিন মুর্তজার। অধিনায়কের শেষ বিশ্বকাপে দলীয় পারফর্মেন্স তেমন ভালো না হওয়ায় হতাশ মোসাদ্দেক।
'ওনার (মাশরাফি) এটা শেষ বিশ্বকাপ। তো উনিও চেয়েছিল বা আমরাও চেয়েছিলাম। পেলে হয়তো অনেক বড় একটা অর্জন হতো। যেহেতু পারি নাই এটা সবার জন্যই হতাশার।'