সংখ্যায় বাংলাদেশের বিশ্বকাপ

ছবি: ছবি- বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে দেশে ফিরছে মাশরাফিবাহিনী। উল্লেখ করার মতো পারফর্মেন্স করেছেন কেবল সাকিব আল হাসান। সঙ্গে মুশফিকুর রহিমের নামটি বলা যায়। এ ছাড়া বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে সংখ্যায় কেমন ছিল বাংলাদেশের বিশ্বকাপ, এক নজরে দেখে নেয়া যাক।
৬০৬- চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান অতিক্রম করেছেন সাকিব আল হাসান। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের পর এই প্রথম কোনও ব্যাটসম্যান বিশ্বকাপে ৬০০ রান অতিক্রম করেছেন। শেষ পর্যন্ত সাকিব থেমেছেন ৬০৬ রানে।
৩৩৩- শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও এটা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ করেও হেরেছে বাংলাদেশ।
৩২২- বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া (৩২১) করে জেতার রেকর্ড। রান তাড়া করায় যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সেরা।
১৩৮- এবারের বিশ্বকাপে এক ইনিংসে বাংলাদেশি কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্ট্রাইক রেট (কমপক্ষে ৩৫ বল)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
১২৪- বিশ্বকাপে বাংলাদেশি কোনও ব্যাটসম্যানের খেলা সর্বোচ্চ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।
১২০.৮৩- এবারের বিশ্বকাপে বাংলাদেশি কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্ট্রাইক রেট। পাঁচ ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনের স্ট্রাইক রেট এটা।
৮৬.৫৭- এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের গড়। এটাই বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ গড়।
৬০- এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের হাঁকানো চারের সংখ্যা। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এতোগুলো চার হাঁকাতে পারেননি কেউ।

২০- বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের উইকেটসংখ্যা। এক আসরে এর বেশি উইকেট নিতে পারেননি কোনও বাংলাদেশি বোলার।
৮- বিশ্বকাপে একটানা ৪০ রানের বেশি আটটি ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে একটানা এতোগুলো ৪০ রানের বেশি ইনিংস খেলতে পারেননি কেউ। এই রেকর্ডে একক সাকিব।
৭- নির্দিষ্ট কোনও বিশ্বকাপে ৫০ রানের বেশি সাতটি ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। সাকিব এই কীর্তি গড়েছেন মাত্র আট ম্যাচে। এই কীর্তি আছে কেবল ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে শচিন সাতটি ৫০ রানের বেশি ইনিংস খেলতে সময় নিয়েছিলেন ১১ ইনিংস।
৫- বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের নেওয়া এক ইনিংসের সর্বোচ্চ উইকেট। এই কীর্তি দুইবার গড়েছেন মুস্তাফিজুর রহমান। একবার গড়েছেন সাকিব আল হাসান।
৫- বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের হাঁকানো সর্বোচ্চ ছক্কা। এই রেকর্ডে যৌথভাবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস।
৫- বিশ্বকাপে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির সংখ্যা, যা অন্য কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের নেই।
৩- চলতি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানের হাঁকানো সেঞ্চুরির সংখ্যা। সাকিব আল হাসান হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। একটি করেছেন মুশফিকুর রহিম।
৩- বিশ্বকাপে বাংলাদেশের জয়
৩- বিশ্বকাপে এক ইনিংসে হাঁকানো কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ সংখ্যক ছক্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ তিনটি ছক্কা হাঁকান।
৩- বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ তিনবার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান।
২- এই বিশ্বকাপে সাকিব আল হাসান ছক্কা হাঁকিয়েছেন দুটি।
২- এই বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান দুইবার পাঁচ উইকেট করে পেয়েছেন, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ।
১- বিশ্বকাপকে নতুন একটি রেকর্ড উপহার দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের এক আসরে ৬০০ রান ও ১০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি।
০- বিশ্বকাপে বাংলাদেশের একজন ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হতে হয় সাব্বির রহমানকে।