জাতীয় দল নিয়ে ভাবছি নাঃ জহুরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতে অনুষ্ঠেয় ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। দলটিতে জায়গা পেয়েছেন ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার জহুরুল ইসলাম অমি।
দেশ ছাড়ার আগে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, টুর্নামেন্টটিকে জাতীয় দল ফেরার পথ মনে করলেও, এখন জাতীয় দল নিয়ে ভাবছেন না তিনি। তাঁর মতে ডিপিএল, প্রিমিয়ার লিগ, বিপিএল সবগুলো টুর্নামেন্টই জাতীয় দলে ফেরার পথ। তাই ভালো খেলার ব্রত নিয়েই দেশ ছেড়েছেন তিনি।

'পরিকল্পনা ভালো খেলার। ওদের ১৬টা স্টেট আসবে। প্রতিটা দলই ভালো। জাতীয় দলে ফেরার পথ প্রতিটা টুর্নামেন্টই। ডিপিএল, প্রিমিয়ার লিগ, বিপিএল সবগুলোই। রান করলে ভালো লাগবে।'
ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চান জহুরুল। অনেক দিন জাতীয় দলের বাইরে থাকায় আফসোস করছেন না ঘরোয়া লিগের নিয়মিত এই পারফর্মার। তাঁর মতে জাতীয় দলে যারা খেলছেন তাঁরা আরো বেশি যোগ্য।
'এখন জাতীয় দল নিয়ে ভাবছি না। টুর্নামেন্টটা ভালো খেললে ভালো লাগবে। যারা জাতীয় দলে ডাক পেয়েছে তারা আমার চেয়ে যোগ্য।'
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সই জহুরুলকে বিসিবি একাদশে জায়গা করে নিয়েছে। ডিপিএলের গত আসরে ১৫ ম্যাচে ৭৩৫ রান করেছিলেন তিনি। সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তাঁর অবস্থান ছিল চার নম্বরে।