promotional_ad

ম্যাথুসের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।


ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তাঁরা দলীয় ৫৫ রানের মধ্যেই উপরের সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে।


লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ১০ রান করে আউট হয়েছেন। কুশাল পেরেরার ব্যাট থেকে এসেছে ১৮ রান। কুশাল মেন্ডিস ফিরেছেন ৩ রান করে।


আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আভিষ্কা ফার্নান্দো ২০ করে ফিরে গেলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেন দুই অভিজ্ঞ ব্যাটম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস এবং লাহিরু থিরামান্নে।



promotional_ad

পঞ্চম উইকেটে এই দুজনে যোগ করেন ১২৪ রান। থিরামান্নে ৫৩ রান করে আউট হয়ে গেলে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে আরেকটি জুটি গড়েন ম্যাথুস।


ষষ্ঠ উইকেটে এই দুজনে যোগ করেন ৭৪ রান। ম্যাথুস ইনিংসের শেষ দিকে ১২৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি ছয় এবং ১০টি চারের মার। এরপর মাত্র ২ রান করে দ্রুতই ফিরেছেন থিসারা পেরেরা।


শেষ দিকে ধনঞ্জয়া এবং ইসুরু উদানা অপরাজিত থেকে লঙ্কানদের লড়াকু সংগ্রহ নিশ্চিত করেন। ধনঞ্জয়ার ব্যাট থেকে এসেছে ২৯ রানের অপরাজিত ইনিংস। উদানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১ রান করে।


ভারতের বোলারদের মধ্যে একাই ৩ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব।


সংক্ষিপ্ত স্কোরঃ



শ্রীলঙ্কাঃ ২৬৪/৭ (৫০ ওভার)


(ম্যাথুস ১১৩, থিরামান্নে ৫৩, বুমরাহ ৩/৩৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball